দুই শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিলেন নূর
রাজধানীতে একই দিনে ছোটপর্দা ও বড়পর্দার অভিনয় শিল্পীদের নির্বাচন অনুষ্ঠিত হলো। শিল্পকলা একাডেমিতে হলো ছোটপর্দা অর্থাৎ টেলিভিশনের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচন। আর এফডিসিতে হলো বড়পর্দা অর্থাৎ সিনেমার অভিনয় শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন।
কয়েকজন শিল্পী রয়েছেন যারা দুই সমিতিরই সদস্য। এ রকম একজন হলেন আসাদুজ্জামান নূর। তিনি টেলিভিশনে অভিনয়ের জন্য তুমুল জনপ্রিয় হলেও সিনেমায়ও অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘শঙ্খনীল কারাগার’ ও ‘আগুনের পরশমণি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। বাণিজ্যিক সিনেমায় তাকে দেখা যায়নি। রাজনীতি যোগ দিয়ে এমপি হয়েছেন, সংস্কৃতি মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন পাঁচ বছর।
দুই সমিতির নির্বাচনে ভোট দিতে দেখা গেলো আসাদুজ্জামান নূরকে।
শুক্রবার (২৮ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে নূর এফডিসিতে গিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেন। এবার প্রথমবারের মতো তিনি এই সমিতিতে ভোট প্রয়োগ করেন বলে গেছে। এর পর তিনি বেলা ৩টার দিকে শিল্পকলা একাডেমিতে গিয়ে অভিনয় শিল্পী সমিতির নির্বাচনে ভোট প্রয়োগ করেন।
এ সময় আসাদুজ্জামান নূর বলেন, ‘নির্বাচন তো একটা মিলন মেলা, এখানে কে হারল বা কে জিতল মুখ্য বিষয় নয়। যারা জিতবে, আশা করি তারা শিল্পীদের স্বার্থে কাজ করবে এটাই চাওয়া।’ সম্প্রতি করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের শারীরিক অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকদিন হলো হাসপাতাল থেকে এসেছি। এখন ভালো আছি।’
এপি/