ছায়ানটে দুই দিনব্যাপী শুদ্ধসংগীত উৎসব
ছবি : সংগৃহিত
১৩ ও ১৪ পৌষ (২৮ ও ২৯ ডিসেম্বর) বৃহস্পতি ও শুক্রবার ছায়ানট মিলনায়তনের সংস্কৃতি-ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী শুদ্ধসঙ্গীত-উৎসব ১৪৩০। ছায়ানটের এবারের শুদ্ধসংগীত উৎসব উৎসর্গ করা হয়েছে সঙ্গীতগুণী নীরদ বরণ বড়ুয়া নামে।
প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে ১৩ পৌষ ১৪৩০, ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার, সন্ধ্যা ৬.০০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত।
দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে ১৪ পৌষ ১৪৩০, ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, সকাল ৯.০০ থেকে দুপুর ১২.০০ পর্যন্ত।
তৃতীয় অধিবেশন চলবে ১৪ পৌষ ১৪৩০, ২৯ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, সন্ধ্যা ৬.০০ থেকে রাতব্যাপী।
প্রথম অধিবেশনের দিন যন্ত্র ও কণ্ঠসংগীত পরিবেশন করবেন ঢাকার বিভিন্ন শিল্পীবৃন্দ। থাকবে ছায়ানটের পরিবেশনাও।
দ্বিতীয় দিন শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে রাত ব্যাপী শুদ্ধসংগীতের আয়োজনে থাকবেন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীবৃন্দ।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠান শ্রোতারা উপভোগ করতে পারবেন রাজধানীর ধানমন্ডির ছায়ানটের মিলনায়তনে।অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।