অভিযোগের জবাব দিতে আসছেন কামাল বায়েজীদ

নিজের বিরুদ্ধে অভিযোগের জবাব দিতে সংবাদ সম্মেলনে আসছেন কামাল বায়েজীদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল পরিচয়েই এই সংবাদ সম্মেলন আহবান করেছেন তিনি।
বুধবার (২৬ জানুয়ারি) বেলা ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।
এতে আলোচ্য বিষয় হিসেবে ‘বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বর্তমান কার্যক্রম প্রসঙ্গে আলোকপাত, সংকট ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ভাবনা’ নিয়ে কথা বলা হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য যে, বাংলাদেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদকে সংগঠনের এক কোটি চব্বিশ লাখ একান্ন হাজার ৩৭৩ টাকার হিসাব দিতে না পারাসহ বিভিন্ন অভিযোগ গত ২২ জানুয়ারি সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এ সম্পর্কে আরও বিস্তারিত পড়ুন : গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি ও সম্পাদক-অর্থকে বহিষ্কার
এপি/
