জাতীয় অস্তিত্বের জন্য নজরুলকে ধারণ করা জরুরি
কাজী নজরুল ইসলাম। জন্মে জন্মে বর্ষে বর্ষে শত সালাম। কাজী নজরুল ইসলাম তোমাকে শত সালাম। কাজী নজরুল ইসলাম বাঙালির কবি, জাতিসত্তার কবি। আজ নজরুলকে স্মরণ করতে গিয়ে, নজরলের অগ্নিবীণাকে স্মরণ করতে গিয়ে আমি একজন প্রমিত বাঙালিকে স্মরণ করতে চাই। সেই প্রমিত বাঙালির নাম তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবর রহমান।
কেননা তিনি নজরুলের উক্তির অভিব্যক্তি হয়ে উদ্ভূত হয়েছিলেন, আমাদের মাঝে।
বল বীর- বল উন্নত মম শির,
শির নেহারি’ আমারি নত শির ওই শিখর হিমাদ্রির।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম আমাদের স্বধীনতার সংগ্রাম।
একজন কবি কীভাবে একজন রাজনীতিকের বোধে অনুপ্রাণিত হয়ে যান, আপনারা দেখতে পেয়েছেন, আপনারা শুনতে পেয়েছেন। এই উক্তিটি প্রায় শত বছর আগের।
আরেক প্রমিত বাঙালির কথা যদি আমি বলি, তার নাম কাজী নজরুল। আমার নাম কাজী নজরুল, আমি যদি বাঙালি হই, আমার চারপাশে যারা আছেন পঞ্চ প্রদীপ, তাদের নামও কাজী নজরুল। আপনিও কাজী নজরুল। আমরা সবাই কাজী নজরুল ইসলাম। প্রতিটি বীর সত্তা কাজী নজরুল ইসলাম। আমি তাই বলি,
বল বীর-বল উন্নত মম শির!
শির নেহারি’ আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!
কাজী নজরুল ইসলাম সর্বকালের সর্বাধুনিক কবি এতে কোনো সন্দেহ নেই। সর্বকালের মানুষের অস্তিত্বের চেতনাকে উপলব্ধি করে অভিব্যক্তিকে তিনি জাগ্রত করেন। তার বিদ্রোহী কবিতার মতো এর আগে তিনি আরও লিখেছেন; তোরা সব জয়ধ্বনি কর। আমরা সবসময় বলেছিলাম, আমরা প্রতিনিয়ত বলেছিলাম, আপনারা কাজী নজরুল ইসলামকে পাঠ করুন।
কাজী নজরুল ইসলাম সর্বকালের বিশ্লিষ্ট হবার মতোই একজন মানুষ। আজকে যখন আমরা তাকে স্মরণ করছি, বরণ করছি, আমি বলব, তিনি নবজাতক। প্রতি মুহূর্তে কাজী নজরুল ইসলাম আমার অস্তিত্বের মধ্যে জন্মগ্রহণ করছেন। কাজেই আমি বলব, তিনি চির জীবিত, তিনি কাজী নজরুল ইসলাম। আমরা তাকে ধারণ করব আমাদের অস্তিত্বের জন্য। আমরা তাকে ধারণ করব আমাদের অস্তিত্বের জন্য। আমরা তাকে ধারণ করব আমার পরিবার তথা গোত্রীয় অস্তিত্বের জন্য। আমরা তাকে ধারণ করব আমাদের জাতীয় অস্তিত্বের জন্য। আমরা তাকে ধারণ করব সারা পৃথিবীর মানবস্বত্ত্বার জন্য।
কাজী নজরুলের অগ্নিবীণা শুধু বাংলা ভাষায় নয়, সারা পৃথিবীতে যে কবিতা লেখা হয়েছে, যে দর্শন চর্চিত হয়েছে, তার ভেতর অগ্নিবীণা প্রকাশিত হবার ফলে সর্ব মানবিক একটি জাতিস্বত্ত্বার সৃষ্টি হয়েছে। সেই বীর স্বত্তার উদ্বোধনই আমি বলব। আমি দাবি করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মতো কোনো কবিতাই পৃথিবীর কোনো ভাষায় রচিত হয়নি। মানুষের চেতনার ভেতর, অস্তিত্বের ভেতর যে বিস্ফোরণ, ব্যক্তিস্বত্তার ভেতর যে বিস্ফোরণ দেখতে পাই জগত ব্যক্তিসত্তা, একটি মানবিক সত্তায় তাকে উন্নীত করেছে। তাই বলি, জয় বাংলা, জয় বিশ্ব, জয় সৃষ্টিশীলতা, জয় কাজী নজরুল ইসলাম। আমি কাজী নজরুল ইসলাম, আপনি কাজী নজরুল ইসলাম। জগতের বীরসত্তার নাম কাজী নজরুল ইসলাম।
বল বীর- বল উন্নত মম শির
শির নেহারি’ আমারি নত শির ওই শিখর হিমাদ্রির।
মুহাম্মদ নূরুল হুদা: মহাপরিচালক, বাংলা একাডেমি