ক'জনার সভাপতি হলেন অলোক বসু, সাধারণ সম্পাদক অনিমেষ কর
দেশের অন্যতম প্রধান আবৃত্তি সংগঠন ক'জনার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সংগঠনটির সভাপতি নির্বাচিত করা হয়েছে অলোক বসুকে এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অনিমেষ কর।
শনিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বেঙ্গল ইনে আয়োজিত ক’জনার কাউন্সিলের তিন সদস্যের সাবজেক্ট কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করলে কাউন্সিলরা তাতে সমর্থন দেয়। ফলে সর্বসম্মতিক্রমে অলোক বসু এবং অনিমেষ কর নির্বাচিত হন।
ক'জনার কাউন্সিলে লুৎফুল আহমেদ লিটু সহ-সভাপতি, মেহেরুননেছা ছোট সাংগঠনিক সম্পাদক, কামরুল হাসান দপ্তর ও অর্থ সম্পাদক, মুরশিদ মিজান রাসেল প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফারহানা ডোরা, সুমনা সিদ্দিকী, নাহিদা আনন্দ, বুশরা সারাজিন ও দেলোয়ারা নার্গিস।
সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তৌফিক রহমান, আহমেদ বদরুদ্দোজা মুশতাক, ড. শাহাদাৎ হোসেন নিপু, শারমিন রেজা ইভা, আহসান রাসেল, নাফিজুল কাদিম, ড. শিহাব শাহরিয়ার, ড. নিমাই মণ্ডল ও রিজাউল করিম মিন্টু।
উল্লেখ্য, আগামী এপ্রিলের ২৭ তারিখ ক'জনা ৩ যুগে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ক'জনার নতুন প্রযোজনা অলোক বসু রচিত ও গ্রন্থিত 'কমলা রঙের রোদ অথবা জীবনানন্দ' পরিবেশিত হবে। এটি নির্দেশনার দায়িত্ব পালন করবেন তৌফিক রহমান। এছাড়া বছর জুড়ে সাড়ম্বরে তিন যুগ উদযাপন করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ক'জনা।
এপি/এএন