ফারুকের মৃত্যুতে একজন বন্ধু ও সহযোদ্ধাকে হারালাম
ফারুক নেই! কথাটি ভাবতে খুবই কষ্ট হচ্ছে। এই কষ্ট ভাষায় ব্যক্ত করা এই মুহূর্তে আমার জন্য খুবই কঠিন বিষয়। ফারুক নেই এর চেয়ে দুঃখজনক সত্যি এই মুহূর্তে আমার জন্য আর কিছু নেই। আমি ব্যথিত একইসঙ্গে বাকরুদ্ধ। কী বলব জানি না। চলচ্চিত্রে হিরো ফারুক এবং হিরো আলমগীর হওয়ার পর আমাদের পরিচয় হয়নি।
অনেক আগে থেকেই আমরা একে অপরের পরিচিত ছিলাম। ১৯৬৪ সাল থেকে আমরা বন্ধু ও আমরা ভাই। সে ৭০-এ নায়ক হয়েছে আমি ৭২-এ। কাজেই আমাদের ইতিহাসটা অনেক লম্বা। অনেক কথা আছে, অনেক গল্প, অনেক স্মৃতি। তার সঙ্গে আমার লম্বা একটি ভ্রমণ। তবে এখন এই মুহূর্তে তাকে নিয়ে স্মৃতিচারণ করার মতো মন-মানসিকতা নেই।’ পরে হয়তো তাকে নিয়ে অনেক কথাই বলব, বলতে হবে। এখন শুধু তার জন্য দোয়া চাই।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদ যখন কানে আসে বিশেষ করে ফারুক নেই কথাটা ভাবতেই আমার খুব কষ্ট হচ্ছিল এবং কষ্ট হওয়াটাইতো স্বাভাবিক। অসুস্থ অবস্থায় গত দুই বছর কষ্ট পাচ্ছিলেন ফারুক। আমি মাঝেই মাঝেই তার সঙ্গে কথা বলেছি। তার খোঁজ খবর নিতে চেষ্টা করেছি। সবশেষ ২০২১ সালের মার্চ মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যায় সে।
সে সময় পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিল। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা ব্যর্থ হয়। সোমবার সিঙ্গাপুরে স্থানীয় সময় সকাল ১০টায় ফারুক শেষনিশ্বাস ত্যাগ করে চিরতরে না ফেরার দেশে চলে যান। তার এই চলে যাওয়া চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি সন্দেহ নাই।
সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন ভাবির সঙ্গে আমার প্রায়ই কথা হতো। এই সময়গুলিতে ফারুক অনেক কষ্ট পাচ্ছিল। সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। এখন আমাদের একটিই চাওয়া আল্লাহ ফারুকের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করেন ।আমি ওর আত্মার মাগফিরাত কামনা করছি।’ সেই সঙ্গে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে অনুরোধ যে যেভাবে পারেন সেভাবে যেন চিত্রনায়ক ফারুকের জন্য দোয়া করেন।
ফারুকের জন্য দোয়া করা ওর আত্মার শান্তি কামনা করা এবং মহান আল্লাহ যেন তার সমস্ত গুণাহ মাফ করে তাকে জান্নাত নসিব করেন আপনাদের কাছে এটুকুই আমার চাওয়া। আমি আলমগীর তার সহকর্মী সহযোদ্ধা হিসেবে দেশের সকল মানুষের কাছে তার জন্য দোয়া চাইছি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। তার আত্মা যেন চিরশান্তি লাভ করে।
আলমগীর: চিত্রনায়ক