শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ বাঙালির দিক নির্দেশনামূলক গ্রন্থ

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ সাম্প্রতিক সময়ে এমন আশাবাদী পথ দেখানো গ্রন্থ আমরা আর দেখিনি। সেইদিক দিয়ে মো. সাহাবুদ্দিন বাঙালির আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার বর্ণাঢ্য জীবন, ব্যাপক অভিজ্ঞতা, কাছ থেকে দেখা রাজনীতি উঠে এসেছে এই গ্রন্থে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে যৌবনে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছেন। এখনো তার ধ্যানজ্ঞান বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হত্যার পর কতজন আদর্শচ্যুত, লক্ষ্যচ্যুত হয়েছেন কিন্তু তিনি অবিচল থেকেছেন, হাজারো প্রতিকূলতার মধ্যে। তার চরিত্রের দৃঢ়তা দেখা যায় যখন পদ্মাসেতু নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে ওঠে। তখন তিনি দৃঢ়তা দেখিয়ে প্রমাণ করেছেন কোনো দুর্নীতি হয়নি। যার ফলে পদ্মার বুকে এখন বাংলাদেশের গর্ব পদ্মা সেতু।

‘এগিয়ে যাবে বাংলাদেশ’ গ্রন্থে তিনি বাংলাদেশের উন্নয়ন যেমন পদ্মা সেতু, মেট্রোরেল, আধুনিক কৃষি ব্যবস্থা, রেমিটেন্স, গড় আয়ুবৃদ্ধিসহ অনেক সূচকে আমাদের উন্নয়নের কথা উল্লেখ করেছেন। একই সাথে স্বপ্নের কথা বলতে গিয়ে বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক সূচকে অনেক ক্ষেত্রে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট, পাতাল রেল নানা স্বপ্নের কথা বলেছেন। মাত্র এক যুগের ব্যবধানে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা বলেছেন। এসডিজি বাস্তবায়ন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, চট্টগ্রামের কর্ণফুলি টানেল ও ১০০টি অর্থনৈতিক অঞ্চলসহ আগামীর উন্নত বাংলাদেশের বর্ণনা দিয়েছেন একজন দক্ষ অর্থনীতিবিদের মতো। নারীর অধিকার, সুশাসন নিশ্চিতকরণ ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কথা বলেছেন। স্বাধীনতার ৫১ বছরে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা উল্লেখ করেন মো. সাহাবুদ্দিন তার গ্রন্থে।

দাবায়ে রাখতে পারবানা কলামে প্রবন্ধকার কবি নির্মলেন্দুগুনের কবিতা দিয়ে শুরু করে ৭ মার্চ এর ভাষণের পূর্বাপর উল্লেখ করেছেন। অস্ত্র বিহীন, যুদ্ধজ্ঞান বিহীন একটি সহজ সরল জাতির মনে স্বাধীনতা নামক ক্ষুধা জাগিয়ে তোলার নাম ৭ মার্চ বলে তিনি উল্লেখ করেছেন। এর আগে ৭ মার্চ নিয়ে এত সুন্দর ব্যাখ্যা আর কেউ দেয়নি। জাতির পিতার যোগ্য রাজনৈতিক কর্মী মো. সাহাবুদ্দিন এভাবে ৭ মার্চকে ব্যাখ্যা করে নতুন প্রজন্মের কাছে আলোর দিশারী হয়ে উঠেছেন। আওয়ামী লীগের সাতকাহন প্রবন্ধে আওয়ামী লীগ গঠনের ইতিহাস চমৎকারভাবে উল্লেখ করেছেন। এদেশের সকল উন্নয়ন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জন করা সম্ভব হয়েছে। ১৯৬৬ সালের ৮ এপ্রিল পাবনায় বঙ্গবন্ধুর সাথে প্রথম দেখার স্মৃতি উল্লেখ করে প্রবন্ধকার বলেছেন— বঙ্গবন্ধু আদর করে ‘তুই’ সম্বোধন করে বেশকিছু দিক নির্দেশনা দিয়েছিলেন। শেষে বললেন ‘মাঠে আয়।’ বঙ্গবন্ধুর মাঠে আয় আহ্বানে কী যেন লুকিয়ে ছিল। সেই থেকে রাজনীতির মাঠে নেমে পড়লেন মো. সাহাবুদ্দিন। হয়ে উঠলেন স্লোগানদাতা। এরপর বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগের সক্রিয় কর্মী হয়ে উঠলেন। বঙ্গবন্ধু হয়ে উঠেন ধ্যানজ্ঞান, অনুপ্রেরণা, জীবনের অংশ— যা এখনো বহমান রক্তে। লেখক বলেছেন— জীবন চলায় ফুয়েল। যে ফুয়েল আজও আমাকে শক্তি জোগায়। এখানে প্রবন্ধকার ফুয়েল বলতে বঙ্গবন্ধুকে বোঝাতে চেয়েছেন। এ ফুয়েল শক্তি দেয় এ কারণে যে বঙ্গবন্ধুর আদর্শ আজও বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ ধারণ করে।

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে পাবনার নগরবাড়িতে ‘মুজিব বাধ’ উদ্বোধন করতে এসে মো. সাহাবুদ্দিনের বক্তব্যে মুগ্ধ হয়ে ডায়াসে বঙ্গবন্ধু তার হাত ধরে ফেললেন। বুকে জড়িয়ে ধরলেন। কপালে চুমু দিয়ে বললেন ‘তুই তো ভালো বলিস।’ বঙ্গবন্ধু তাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে উঠালেন। প্রথমবারের মতো হেলিকপ্টারে ওঠে ঢাকায় গেলেন প্রবন্ধকার। সেদিনই যেন মো. সাহাবুদ্দিন বঙ্গবন্ধুর দোয়া ও ভালোবাসা পেয়ে হেলিকপ্টার নয় যেন আকাশে উঠেছিলেন। বঙ্গবন্ধুর দোয়া ও ভালোবাসা পেয়ে সেদিন সৃষ্টিকর্তা তার কপালে লিখেছিলেন রাজভাগ্য। যার প্রতিচ্ছবি আমরা দেখতে পাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত করার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুর স্নেহধন্য, আদরের চুপ্পু আজ বাংলাদেশের মহামান্য রাষ্টপতি। পাবনা তথা বাংলাদেশের গর্ব, অহংকার। তার মত যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে পেয়ে বাংলাদেশ ধন্য।

বঙ্গবন্ধুকে যেমন দেখেছি প্রবন্ধে বঙ্গবন্ধুকে কাছ থেকে দেখার স্মৃতি উল্লেখ করেছেন প্রবন্ধকার। কীভাবে বাকশালের নেতা হলেন, তা উল্লেখ করেছেন। ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর পাবনায় প্রতিরোধ গড়ে তোলার কথা উঠে এসেছে। এরপর গ্রেপ্তার হন মো. সাহাবুদ্দিন। গ্রেপ্তারের পরে অমানুষিক নির্যাতনের শিকার হন। জেল থেকে ছাড়া পাওয়ার পর পরিবারের আর্থিক ও মানসিক বিপর্যস্ত অবস্থা দেখে তিনি দুর্বল হয়ে পড়েন। কষ্টের কথা বলতে গিয়ে বলেছেন, যাদের হাতে জেলখানায় নির্যাতিত হয়েছেন, যারা বঙ্গবন্ধুর নাম বিকৃত করে উচ্চারণ করত— পরে তারা জাতির বড় বড় দায়িত্ব পালন করেছেন।

‘বঙ্গবন্ধু ইাতহাসের অমর মহানায়ক’ প্রবন্ধের একাংশে বলা হয়েছে ১৯৭১ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৫২তম জন্মদিনে তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার সবচাইতে বড় ও পবিত্র কামনা কী? উত্তরে বলেছিলেন, ‘জনগণের সার্বিক মুক্তি।’ এই এক কথাতেই বঙ্গবন্ধুকে চেনা যায়— তিনি কতটা বাঙালিকে হৃদয়ে ধারণ করেছিলেন। ৫২তম জম্মদিনের এই ঘটনার কথা বইতে উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শ চেতনা কর্ম আমাদের মাঝে তথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরে পবিত্র দায়িত্ব পালন করেছেন মো. সাহাবুদ্দিন।

বঙ্গবন্ধু নয়মাস পাকিস্তানের কারাগারে আটক থাকার পরে যখন মুক্তি পান, তখন ১৯৭২ সালের ৯ জানুয়ারি ইত্তেফাকের সংবাদ শিরোনাম ছিল ‘তোমরা কি সবাই বেঁচে আছো’: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই হলেন জাতির পিতা, জীবনের একটি দিনও যিনি দেশের মানুষকে ছাড়া ভাবেননি। এ জন্য ‘বঙ্গবন্ধু-স্বাধীনতা-বাংলাদেশ’ বাঙালির অভিধানে এ তিনটি শব্দই সমার্থক। প্রবন্ধকার উল্লেখ করেছেন বঙ্গবন্ধু মানেই বাঙালি জাতীয়তাবাদের মূলধারা, তিনি আছেন সর্বত্র।

‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড: তদন্ত কমিশন গঠনে বাধা কোথায়’ প্রবন্ধ থেকে জানা যায় বঙ্গবন্ধু ও তার পরিবার পরিজনকে হত্যার ঘটনায় প্রথম অনুসন্ধান কমিশন গঠিত হয় ১৯৮০ সালে যুক্তরাজ্যে। কিন্তু সেই কমিশনকে তৎকালীন সরকার কাজ করতে দেয়নি। একই প্রবন্ধে জানা যায় কীভাবে তৎকালীন সরকার এয়ার ফোর্সের সদস্যদের বিনাদোষে ফাঁসি দিত।

‘বঙ্গবন্ধুর স্বপ্নে আমাদের দিন বদল’ প্রবন্ধে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন সংগ্রাম, আদর্শ, দেশ প্রেম প্রবন্ধকার যেন শিল্পীর নিঁখুত হাতের ছোয়ায় সুন্দরভাবে তুলে ধরেছেন। একই সাথে ওঠে এসেছে বাঙালির স্বাধীকার আন্দোলন। বঙ্গবন্ধুর স্বপ্ন আর বাঙালির স্বপ্ন এক হয়ে কীভাবে আন্দোলন সংগ্রাম একত্রে মিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ হয়ে ওঠার ইতিহাস। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলছেন তারই কন্য জননেত্রী শেখ হাসিনা।

১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাহসী সিদ্ধান্ত, আওয়ামী লীগের কাউন্সিল, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার ইতিহাস সুন্দরভাবে ফুটে তুলেছেন প্রবন্ধকার। সেদিন শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য ঢাকা মহানগরের চিত্র সুন্দরভাবে উঠে এসেছে। এরই মাধ্যমে প্রমাণিত হয় শেখ হাসিনা কতটা জনপ্রিয় বাঙালির কাছে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি ও ১৯৮১ সালের ১৭ মে দুটোই বাঙালির ইতিহাসে অন্যতম দিন। প্রেক্ষাপট ভিন্ন হলেও উভয়ের অবস্থান ছিল এক ও অভিন্ন। আর তা হলো ‘অন্ধকার হতে আলোর পথে যাত্রায় মাধ্যমে জনগনের ভাগোন্নয়ন।’ বঙ্গবন্ধু কন্যা সেদিন দেশে ফিরেছিলেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।

বঙ্গবন্ধু কন্যার হাতেই উন্নয়নের বাংলাদেশ র্শীষক প্রবন্ধে প্রবন্ধকার ১৯৯৬-২০০১ এবং ২০০৯ থেকে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের উন্নয়ন তুলে ধরেছেন। অর্থনৈতিক উন্নয়ন, মানুষের জীবনযাত্রার মান, দেশের উন্নয়ন একজন অভিজ্ঞ অর্থনীতিবিদের মতো করে উল্লেখ করেছেন।

এ কথা ধ্রুবসত্য পদ্মা সেতুর কারণে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিশ্বে অনন্য উচ্চতার পৌঁছে গেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা, আমাদের প্রিয় মাতৃভূমি, শেখ হাসিনার বাংলাদেশ। প্রবন্ধকার এর পুরো কৃতিত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। করোনাকালে শেখ হাসিনার যুগোপযোগি ও কার্যকর সিদ্ধান্তের কারণে আমরা কীভাবে রক্ষা পেয়েছি তা জানতে পেরেছি এই প্রবন্ধের মাধ্যমে। একই প্রবন্ধে দেশের বর্তমান স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বিশ্ব পর্যায়ের তা ওঠে এসেছে।

২০২৪ সালে শেখ হাসিনা কেন জরুরি, প্রবন্ধটির পাঠ অতি জরুরি আমাদের জন্য। ২০০৭ সালের ৭ মে শেখ হাসিনা দেশে না ফিরলে ইতিহাস অন্যরকম হতো। আগামীর বাংলাদেশের উন্নয়ন ও দেশের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে বাঙালির দরকার। গ্রন্থের শেষের দিকে প্রবন্ধকার যিনি বর্তমানে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি নানা রঙের দিনগুলি, বাদশা ভাই চির অম্লান, কাছ থেকে দেখা জননেতা মোহাম্মদ নাসিমের জীবনী তুলে ধরেছেন। যা আমাদের জন্য অবশ্য পাঠ। আমরা নতুন করে অনেক কিছু জানতে পারব। এ ছাড়া কূটনৈতিক শোভনীয়তা ও গণমাধ্যম, বিভীষণ ও কাউয়াদের সামাল দিন, সাবাশ বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয় সমান গুরুত্বপূর্ণ আমাদের পাঠের জন্য। একজন নিয়মিত লেখক, পেশাজীবী প্রবন্ধকারের মত নিঁখুত শিল্পীর মত কলমের আঁচড়ে এতো সুন্দর করে সুখপাঠ্য করে তুলেছেন ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ গ্রন্থটি। আমরা পেলাম একজন বিশিষ্ট প্রবন্ধকার, লেখককে যে যিনি দেশের সার্বক্ষণিক প্রয়োজনে দিকনির্দেশনা দেবেন। মহামান্য আমাদের আলোর পথ দেখিয়েছেন এই গ্রন্থের মাধ্যমে।

শেষে সাজ্জাদ কাদিরের কীর্তিমানের গল্পকথা, বাংলাদেশ টেলিভিশনে ১২ জুন ২০২২ সালের সাক্ষৎকারে তিনি বলেছেন, আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই— পড়ে মহামান্য রাষ্ট্রপতির অজানা অনেক তথ্য জানতে পারি। নতুন করে মানবিক, রাজনৈতিক, দূত্যিময় এক মহামানবের পূর্ণাঙ্গ জীবন আলেখ্য দেখতে পাই। তার কর্মময় জীবন, বিচিত্র অভিজ্ঞতা, রাজনীতি, সরকারি চাকরি, সরকারি বিভিন্ন সেবা দেওয়ার ইতিহাস জানার পর আমরা নিজেদের সমৃদ্ধ করতে পারি। বিশেষ করে নতুন প্রজম্মের জন্য বইটি অবশ্য পাঠ্য হওয়া উচিত।

২০২২ সালের ১৯ আগস্ট ড. এম আব্দুল আলীমের সাক্ষাৎকারে পাবনার বিখ্যাত ভূট্রা আন্দোলন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিশদভাবে ফুটে ওঠেছে। পরিশিষ্ট-২ মো. সাহাবুদ্দিন চুপ্পুঃ সংগ্রাম, চিন্তা ও রাজনৈতিক আদর্শ ড. এম আব্দুল আলীমের লেখায় মহামান্যকে নতুন করে তার সংগ্রাম, চিন্তা ও রাজনৈতিক আদর্শকে আমরা জানতে পারি। এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ইতিহাসের বাঁকে বাঁকে সঞ্জিত অভিজ্ঞতায় যিনি প্রোজ্জল, স্বাধীকার সংগ্রাম থেকে একাত্তরের রণাঙ্গন, বিচারালয় থেকে দুর্নীতি কমিশিন, ছাত্র রাজনীতির মাঠ থেকে কেন্দ্রীয় রাজনীতির প্রাঙ্গণ সর্বত্রই কর্মনিষ্ঠা, দায়িত্বশীলতা আর দেশে প্রেমের পরাকাষ্ঠায় যিনি অনন্য। সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আপসহীন এক মানুষের জীবন আলেখ্য নিয়েই এই গ্রন্থ যার পাতায় পাতায় ইতিহাস, ইতিহাসের মানুষ আর উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলা অপার সম্ভাবনাময় এক বাংলাদেশের প্রতিচ্ছবি।

বইটি পড়ে আমি অভিভূত। আশাকরি মহামান্য শত ব্যস্ততার মাঝেও এমন বই জাতিকে আরও উপহার দেবেন। তার লেখা জাতিকে যেমন দিক নির্দেশনা দেবে, তেমনি নতুন প্রজম্মকে দেখাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন, দেবে ভবিষ্যতে পথচলার নির্দেশনা। বইটির পাতায় পাতায় একজন আশাবাদী মানুষের দেশ নিয়ে আশাবাদী সব ভাবনা স্থান পেয়েছে। ফলে এর নামকরণ ‘এগিয়ে যাবে বাংলাদেশ’ যথাযথ হয়েছে। আমি বইটির বহুল প্রচার কামনা করি।

মো. ফারুক হোসেন চৌধুরী: উপ-পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরএ/

Header Ad
Header Ad

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান

ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ পরবর্তী সময়ে যাত্রীসাধারণের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ঠাকুরগাঁও জেলায় প্রশাসন, পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নানা কার্যক্রম পরিচালনা করছে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের উদ্যোগে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যা নিয়মিত মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি করলে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। এছাড়া, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা এবং একাধিক আরোহী বহন রোধে জেলা প্রশাসন, পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে পলাশ তালুকদার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে মোট ১৮টি মামলায় ৭০,০০০/ টাকা জরিমানা করা হয়।

বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) জানান, যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিআরটিএ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এবারের ঈদে ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।

Header Ad
Header Ad

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন

ছবি: সংগৃহীত

শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন ঘটেছে, বিপরীতে বেড়েছে ইউরোর মূল্য। বিনিয়োগকারীরা ইয়েন ও সুইস ফ্রাঙ্কের মতো নিরাপদ আশ্রয়স্থলের দিকে ঝুঁকতে শুরু করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বহুল প্রতীক্ষিত ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৃহস্পতিবার বাজারে ধাক্কা লাগে। বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন ঘটে এবং বিনিয়োগকারীরা বন্ডের পাশাপাশি স্বর্ণে বিনিয়োগ শুরু করেন।

ট্রাম্প বুধবার ঘোষণা দেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত আমদানির ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করবেন এবং দেশের কিছু বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের ওপর উচ্চতর শুল্ক বসাবেন। নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ তীব্রতর হয়েছে, যা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও জ্বালানি মূল্যস্ফীতির আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

বৃহস্পতিবার ডলার সূচক ১.৬ শতাংশ কমে ১০২.০৩-এ দাঁড়িয়েছে, যা অক্টোবরের শুরুর পর থেকে সর্বনিম্ন। অন্যদিকে, ইউরো সূচক ১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলিয়ান ডলার ০.৫৬ শতাংশ, নিউজিল্যান্ড ডলার ০.৯ শতাংশ, জাপানি ইয়েন ১.৭ শতাংশ এবং সুইস ফ্রাঙ্ক পাঁচ মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছেছে।

ক্যাপিটাল ডটকমের সিনিয়র বাজার বিশ্লেষক ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন জানান, ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে ডলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “অনিশ্চয়তা এখনও বেশি রয়েছে—যদিও কয়েকদিনের মধ্যে কিছু শুল্ক বাতিল বা সংশোধন হতে পারে। তবে এর অর্থনৈতিক প্রভাব ১৯৩০-এর দশকের স্মুট-হাওলি শুল্ক আইনের চেয়েও বেশি হতে পারে।”

১৯৩০ সালে স্মুট-হাওলি শুল্ক আইন প্রণয়নের ফলে যুক্তরাষ্ট্র আমদানি কর বাড়িয়েছিল, যা বিশ্বব্যাপী প্রতিশোধমূলক শুল্কের সূত্রপাত ঘটায় এবং বৈশ্বিক মহামন্দাকে আরও গভীর করে তোলে।

ড্যানিয়েলা সাবিন হ্যাথর্ন আরও বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ কেবল বাণিজ্যের ভারসাম্য রক্ষার কৌশল নয়, বরং যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণ স্বনির্ভর করার পরিকল্পনার অংশ হতে পারে। তবে, এই স্তরের শুল্ক আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সূত্র: রয়টার্স, ব্যারন’স, দ্য গার্ডিয়ান

Header Ad
Header Ad

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন র‍্যাংকিং অনুযায়ী, ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীরা ১৮৫তম স্থান থেকে উঠে এসেছে ১৮৩তম স্থানে।

এদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে জয় তুলে নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহ এখন ১৮৮৬.১৬ পয়েন্ট। অন্যদিকে, স্পেন ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে ফ্রান্সকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ১৮৫৪.৭১ পয়েন্ট নিয়ে ফরাসিরা নেমে গেছে তিন নম্বরে।

ইংল্যান্ড ১৮১৯.২ পয়েন্ট নিয়ে যথারীতি চারে রয়েছে। ব্রাজিল এক জয় ও এক হারের পরও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে। নেদারল্যান্ডস ১৭৫২.৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে, আর পর্তুগাল এক ধাপ পিছিয়ে ১৭৫০.০৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমেছে।

র‍্যাঙ্কিংয়ে যথাক্রমে আট, নয় ও দশ নম্বরে রয়েছে বেলজিয়াম (১৭৩৫.৭৫), ইতালি (১৭১৮.৩১) এবং জার্মানি (১৭১৬.৯৮)। সবচেয়ে বড় লাফ দিয়েছে মিয়ানমার, যারা সাত ধাপ এগিয়ে এখন ১৬২ নম্বরে রয়েছে। অন্যদিকে, আফ্রিকার দেশ গিনি বিসাউ আট ধাপ পিছিয়ে এখন ১২৮ নম্বরে অবস্থান করছে।

এশিয়ার দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে রয়েছে জাপান। ১৬৫২.৬৪ পয়েন্ট নিয়ে দলটি ১৫তম স্থানে রয়েছে, যা এশিয়ার মধ্যে সর্বোচ্চ।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে ঠাকুরগাঁওয়ে প্রশাসন, পুলিশ ও বিআরটিএ'র বিশেষ অভিযান
শুল্ক আরোপের জেরে বিশ্ববাজারে মার্কিন ডলারের দরপতন
ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, শীর্ষেই আর্জেন্টিনা
পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি: স্বরাষ্ট্র উপদেষ্টা
সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক তানিফা
বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূলরেখা ভারতের দাবি জয়শঙ্করের
ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ঘোষণার পরপরই স্বর্ণের দাম বৃদ্ধি
গাজীপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় যুবকের মৃত্যু
গাজার অংশবিশেষ দখল করার ঘোষণা ইসরায়েলের
মিঠাপুকুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের ডাক
অ্যাটলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সেলোনা
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র
বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
ব্যাংককে হচ্ছে ইউনূস-মোদির বৈঠক
সাতক্ষীরায় মদপানে দুই যুবকের মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ৯
ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
বিশ্বব্যাপী অপপ্রচার ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা: রিজভী