পদাতিকের ‘কচি স্মৃতি সম্মাননা’ পেলেন মফিদুল হক ও লাকী ইনাম

পদাতিক নাট্য সংসদ ৪৪ বছর পেরিয়ে ৪৫ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে শুক্রবার (২১ জানুয়ারি) রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ‘কচি স্মৃতি সম্মাননা- ২০২২’ প্রদান করা হয়।
লেখক-প্রকাশক মফিদুল হক ও নাট্যজন লাকী ইনাম-কে ‘কচি স্মৃতি সম্মাননা-২০২২’ প্রদান করা হয়। দেশবরেণ্য কবি-সাহিত্যিক আসাদ চৌধুরী সম্মাননা প্রদান করেন ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদাতিকের দলপ্রধান সেলিম শামসুল হুদা চৌধুরী, ভারপ্রাপ্ত দল প্রধান সাবিল রেজা চৌধুরী, নাট্যজন ঝুনা চৌধুরী, আহম্মেদ গিয়াস, চন্দন রেজা, অভিজিৎ সেন, মাসুদ বাবু প্রমুখ।
সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে পদাতিকের ৩৩ তম প্রযোজনা ‘প্রেরণা’ মঞ্চায়িত হয়। ‘অটিজম’ সম্পর্কে সচেতনতার জন্য নির্মিত নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সাবিল রেজা চৌধুরী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সামিয় চৌধুরী জয়ী, সাদিয়া বায়দুম, মামুন আব্দুল্লাহ, ডলি আক্তার, সাবিল রেজা চৌধুরী, ইকবাল নূর, তালুকদার মনিরুজ্জামান মিল্টন, কামাল হোসেন প্রমুখ ।
উল্লেখ্য, পদাতিক নাট্য সংসদ ২০০৬ সাল থেকে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য দলের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য আইনজ্ঞ আবু মুহাম্মদ মুরতাঈশ কচি স্মরণে ‘কচি স্মৃতি সম্মাননা’ প্রদান করে আসছে।
এপি/
