সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২০ মাঘ ১৪৩১
Dhaka Prokash

নওগাঁর পতিসরে হবে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান এ বছর নওগাঁর পতিসর অনুষ্ঠিত হবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

রবীন্দ্রজয়ন্তীর উৎসবমুখর অনুষ্ঠানকে ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোতে এই উৎসব ছড়িয়ে পড়েছে। উৎসব ঘিরে দূর-দূরান্ত থেকে আসছে আত্মীয়রা। প্রত্যেক বাড়িতে চলছে নানান রকমের খাবারের আয়োজন।

এদিকে নওগাঁ জেলা প্রশাসন রবীন্দ্রজয়ন্তীর তিনদিনের অনুষ্ঠানমালা বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

অনুষ্ঠানমালার প্রথম দিন ৮ মে (২৫শে বৈশাখ) উদ্বোধনী অনুষ্ঠান ২টা ৩০ মিনিটে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল ইসলাম।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য সলিমুদ্দিন তরফদার, সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শাহ আজম, নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এবং পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আশরাফুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের পর ঢাকার বিশিষ্ট কলাকুশলী এবং নওগাঁর কলাকুশলীর সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

দ্বিতীয় দিন ৯ মে অনুষ্ঠান শুরু হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম ফজলে রাব্বি, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুর রহমান এবং রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ। এ দিন স্মারক বক্তা হিসেবে বিশিষ্ট রবীন্দ্র গবেষক আবুল মোমেন ও আলোচক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান।

দ্বিতীয় দিন আত্রাই ও রানীনগর উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

আয়োজনের তৃতীয় দিন ১০ মে যথারীতি অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৩টায়। এ দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকি। এ দিন স্মারক বক্তা হিসেবে আলোচনা করবেন রবীন্দ্র গবেষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক জুলফিকার মতিন।

সমাপনী অনুষ্ঠানে ঢাকা, নওগাঁ, রানীনগর ও আত্রাইয়ের বাছাইকৃত শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

এসজি

Header Ad
Header Ad

কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  

কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান। ছবিঃ সংগৃহীত

কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

আব্দুল খালেক পাঠান ছাড়াও দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন- সাউথইস্ট ব্যাংক লিমিটেডের গুলশান শাখার তৎকালীন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মোরশেদ আলম মামুন, একই শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান) রেজওয়ানুল কবির, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ অব ইমপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) অমীয় কুমার মল্লিক এবং এভিপি ও ইনচার্জ অব এক্সপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) আশরাফুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংকের প্রধান কার্যালয়ের কোনোপ্রকার ঋণ অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয়ে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গত ২ জানুয়ারি মামলা করে দুদক।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করলে মামলার তদন্তকাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এজন্য তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

Header Ad
Header Ad

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে ‘অবৈধ অনুপ্রবেশের’ অভিযোগে তাদের আটক করা হয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের মোহবুল হকের ছেলে মুকুল (৪০), মোশাররফ হোসেনের ছেলে আলিফ (৩২), সাগরইল গ্রামের ইসহাক আলীর ছেলে দূরুল হুদা (৩৫) এবং উপর দামইল গ্রামের মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে বাবু (৩৫)।

আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম জানান, সোমবার সকালে ভারতীয় কয়েকজন নাগরিক ফোনে জানান যে সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। মুকুলের বাড়ির পাশেই সীমান্ত হওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মুকুলসহ চারজন ওই সীমান্ত এলাকায় যান। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন।

রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, “আমার ইউনিয়নের চার বাসিন্দাকে বিএসএফ আটক করেছে। স্থানীয়দের অভিযোগ, তারা বাংলাদেশি রাখাল, যারা গরু আনতে ওপারে গিয়েছিল। বিষয়টি জানিয়ে বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।”

এ বিষয়ে জানতে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ছুটিতে থাকা ১৬ বিজিবির ডিএডি রুবেল ইসলাম জানান, তারা বিষয়টি তদন্ত করছেন।

Header Ad
Header Ad

রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা

ছবি: সংগৃহীত

শুরুতে দুর্দান্ত ফর্মে থাকলেও বিপিএলের গ্রুপ পর্ব শেষে ছন্দ হারায় রংপুর রাইডার্স। টানা চার ম্যাচ হেরে তিন নম্বরে থেকে পর্ব শেষ করার পর এলিমিনেটরে নিজেদের শক্তি বাড়াতে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে দলে নেয় তারা। তবে এসব তারকা ক্রিকেটারও রংপুরের বিদায়ী ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে বিপিএল থেকে ছিটকে গেছে রংপুর। বিপরীতে, দারুণ এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে মেহেদী হাসান মিরাজের দল খুলনা টাইগার্স।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। মিরাজ ও নাসুম আহমেদের ঘূর্ণিতে মাত্র ৮৫ রানে অলআউট হয় তারা। বিদেশি তিন তারকা ব্যর্থ হন ব্যাট হাতে-ভিন্স করেন ১, ডেভিড ৭ এবং রাসেল ৪ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৫ বলে ২৩ এবং আকিফ জাভেদ ১৮ বলে ৩২ রান করলেও দলকে ভালো সংগ্রহ এনে দিতে পারেননি। মিরাজ ও নাসুম ৩টি করে উইকেট নেন।

৮৬ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় খুলনা, শূন্য রানে ফেরেন মিরাজ। তবে ওপেনার নাইম শেখ ও অ্যালেক্স রসের ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে খুলনা। নাইম ৩৩ বলে ৪৮ ও রস ২৭ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। ৫৮ বল হাতে রেখেই খুলনা টাইগার্স ৯ উইকেটের জয় তুলে নেয় এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করে।

 

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কেয়া গ্রুপের চেয়ারম্যান খালেক পাঠানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা  
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ
রংপুরকে বিদায় করে বিপিএলের কোয়ালিফায়ারে খুলনা
টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৫২১ জনের বিরুদ্ধে মামলা
মহাখালীতে ট্রেন আটকে দিলো তিতুমীরের শিক্ষার্থীরা  
ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন তারেক রহমান  
টিউলিপের ১০ বছর জেল হতে পারে!
পাবনায় পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ১৬
পুলিশ হেফাজতে রাজশাহীর মালিক কিস্তিতে পারিশ্রমিক দেওয়ার অঙ্গীকার  
নববধূ নিয়ে ফেরার পথে স্ট্রোক করে বরের মৃত্যু
যাদের হাতে উঠেছে সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’
৩০০ আসনে প্রার্থী দিবে ‘ফুলকপি’ প্রতীকের বিডিপি
পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ তিতুমীর কলেজের  
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত- ২
বাঁচা-মরার ম্যাচে রাসেল, টিম ডেভিড, ভিন্সদের নিয়ে ব্যাটিংয়ে রংপুর
প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মেয়ের ছবি বিকৃত করে প্রচার  
বাংলাদেশের ‌‘গুম জননী’ শেখ হাসিনা: প্রেস সচিব
নওগাঁয় মেলা দেখে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
‘আমি কোনো দুর্নীতি করিনি’ বলে কাঠগড়ায় অঝোরে কাঁদলেন কামাল মজুমদার
হাসিনা বিনের জন্য প্রকাশনাকে ধন্যবাদ দিলো ক্রীড়া উপদেষ্টা