ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ পেলেন যারা
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৯-২০ ঘোষণা করা হয়েছে। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার (২১ জানুয়ারি) এক অনুষ্ঠানে পরস্কৃতদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ২০১৯ ও ২০২০ সালের তিনজন করে ছয়জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
২০১৯ সালের পুরস্কৃত তিন ব্যক্তিত্ব হলেন গবেষক, লেখক ও প্রাবন্ধিক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কবি হেলাল হাফিজ ও মোজাফফ্র হোসেন। আর ২০২০ সালের পুরস্কৃত তিন ব্যক্তিত্ব হলেন সাংবাদিক আফসান চৌধুরী, কবি মোহাম্মদ রফিক এবং রঞ্জনা বিশ্বাস।
পুরস্কার গ্রহণ করছেন আফসান চৌধুরী
প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ নিয়ে মননশীল শাখা এবং কবিতা ও কথাসাহিত্য নিয়ে সৃজনশীল শাখায় দুই শ্রেণিতে বিজয়ী লেখক প্রত্যেকে দেওয়া হয় দুই লাখ টাকা। তরুণ সাহিত্যিক শ্রেণিতে বিজয়ীকে দেওয়া হয় এক লাখ টাকা। এ ছাড়ও ছিল পদক ও সম্মাননাপত্র।
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক সমকালের প্রকাশক এ. কে. আজাদ এবং ব্র্যাক ব্যাংকের এমডি এবং সিইও সেলিম আর. এফ. হোসেন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুরি বোর্ডের সদস্য বরেণ্য কথাশিল্পী সেলিনা হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন।
এমএ/এপি/এএস