সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব উদযাপন
সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বাংলার পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়েছে বান্দরবানের চাকমা ও তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠী।
বুধবার (১২ এপ্রিল) শহরের মারমা বাজার ঘাটে বিভিন্ন বয়সের নারী-পুরুষ পানিতে ফুল ভাসিয়ে ঐতিহ্যবাহী এই উৎসব উদযাপন করেছে।
উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কীর্তিমান চাকমা জানান, চৈত্র মাসের শেষ দুদিন এবং পহেলা বৈশাখ নিয়ে মোট তিন দিন ধরে বিজু উৎসব চলে। বিজু উৎসবের দিনে ফুল দিয়ে ঘর সাজানো হয়। সূর্যোদয়ের সময় নদীর ঘাটে ফুল দিয়ে পানির দেবতা 'গোঙামা'কে পূজা দেওয়া হয়। এ ছাড়া সব দেব-দেবীর উদ্দেশে ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে কলা পাতায় ফুল নদী, ছড়া, খালে ভাসিয়ে দেওয়া হয়।
এদিকে সূর্যোদয়ের আগে নদীতে ফুল ভাসাতে আসা জুঁই চাকমা বলেন, বান্ধবীদের নিয়ে নদীর তীরে এসেছি। ফুল ভাসালাম 'গোঙামা' এর উদ্দেশে। অনেক ভালো লাগছে।
নদীতে ফুল ভাসাতে আসা হেমা চাকমা বলেন, অনেক ভালো লাগছে। মূল বিজুর দিনে ঘরে ঘরে বিভিন্ন ধরনের খাদ্যের আয়োজন করা হয়। প্রায় ৩০-৩২ ধরনের সবজি দিয়ে তৈরি করা হয় পাজন।
এসজি