জানাজা বাদ জোহর
কাজীদার শেষ শয্যা হবে বনানীতে
বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র 'মাসুদ রানা'র স্রষ্টা, সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেনের শেষ শয্যা হবে রাজধানীর বনানী গোরস্থানে। বাদ আসর তাকে সমাহিত করা হবে। তার আগে একমাত্র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে সেগুনবাগিচা কাঁচা মসজিদে।
মরদেহ রাখা হয়েছে শাহবাগের বারডেম হাসপাতালের মরচুয়ারিতে। কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী শাহনূর হোসেন সংবাদ মাধ্যমকে এ সব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কাজী আনোয়ার হোসেনের মরদেহ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে নিয়ে যাওয়া হবে সেগুনবাগিচার বাসায়। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। শেষ ইচ্ছা অনুযায়ী মা সাজেদা খাতুনের কবরেই তাকে সমাহিত করা হবে।
জনপ্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানার স্রষ্টা, কিংবদন্তি লেখক, অনুবাদক, সেবা প্রকাশনী’র কর্ণধার কাজী আনোয়ার হোসেন বুধবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টা ৪০ মিনিটে বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে জটিল রোগের সঙ্গে লড়াই করছিলেন।
জানা যায়, গত অক্টোবর মাসে কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। এর পর বিভিন্ন সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার কারণে ১০ জানুয়ারি থেকে লাইফ সাপোর্টে ছিলেন।
কাজী আনোয়ার হোসেন ষাটের দশকের মধ্যভাগে মাসুদ রানা নামের স্পাই চরিত্র সৃষ্টি করেন। মাসুদ রানার চরিত্রটি মূলত ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড চরিত্রের বাঙালি সংস্করণ হিসেবে গণ্য করা হয়। মাসুদ রানা সৃষ্টির কিছু আগে কুয়াশা নামক আরেকটি জনপ্রিয় চরিত্র তার হাতেই জন্ম নেয়।
কাজী আনোয়ার হোসেন ছদ্মনাম হিসেবে বিদ্যুৎ মিত্র ও শামসুদ্দীন নওয়াব নাম দুটি ব্যবহার করতেন। তবে সেবা প্রকাশনীর ভক্ত পাঠকের কাছে তিনি কাজীদা নামেই বেশি পরিচিতি পান।
কাজীদার জন্ম ১৯৩৬ সালের ১৯ জুলাই ঢাকায়। পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন। ডাক নাম ‘নবাব’। তার বাবা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন, মা সাজেদা খাতুন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে এমএ পাস করেন তিনি। ১৯৫৮ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারের সংগীতশিল্পী ছিলেন। ১৯৬২ সালে বিয়ে করেন কণ্ঠশিল্পী ফরিদা ইয়াসমিনকে। কাজী আনোয়ার হোসেনের তিন বোন সনজীদা খাতুন, ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুনও রবীন্দ্রসংগীতশিল্পী।
কাজী আনোয়ার হোসেন ১৯৬৩ সালের মে মাসে বাবার দেয়া ১০ হাজার টাকা নিয়ে সেগুনবাগিচায় প্রেস চালু করেন। দুজন কর্মচারী নিয়ে শুরু হওয়া এই প্রেসের নাম পরে পাল্টে হয় সেবা প্রকাশনী। সেবা প্রকাশনী বাংলাদেশে পেপারব্যাক বই প্রকাশ, বিশ্ব সাহিত্যের প্রখ্যাত উপন্যাসের অনুবাদ এবং কিশোর সাহিত্যের ধারা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এপি/
আরও পড়ুন : কাজীদা: যার হাতে দেশে পেপারব্যাক বইয়ের সূচনা
আরও পড়ুন : সেবা প্রকাশনীর স্বত্বাধিকারী কাজী আনোয়ার হোসেন মারা গেছেন