আবৃত্তিশিল্পী হাসান আরিফ আইসিইউতে
বরেণ্য আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ কোভিড আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ঢাকাপ্রকাশকে জানিয়েছেন, হাসান আরিফের ফুসফুস ৬৬% সংক্রামিত হয়েছে। সবাইকে তার জন্য দোয়া/প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন তিনি।
হাসান আরিফ প্রগতিশীল সংস্কৃতিক আন্দোলনে দীর্ঘ সময় থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালালদের বিচারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘ সময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন । গত বছর তাঁকে আবৃত্তি ক্ষেত্রে অনন্য ভূমিকার জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদকে ভূষিত করা হয়েছে।
এপি/