ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
জাপানি তরুণের সিনেমায় বাংলাদেশ-ভারতের রবীন্দ্রনাথ

বয়স, বুদ্ধি, বিত্তভেদে তাদের মধ্যে রয়েছে নানা ব্যবধান। তাদের সবার দেশ এক- তাও নয়। কেউ বাংলাদেশি, আবার কেউ ভারতীয়। অথচ তাদের সবাই সমৃদ্ধি বা সংকটে আন্দোলিত হয় বা আশ্রয় নেয় রবীন্দ্রনাথে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবেই উপস্থাপন করলেন জাপানি তরুণ সাসাকি। তার সৃষ্টি 'টাগোর সং'-এ।
মাত্র ২৬ বছর বয়সী সাসাকি মিকার টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে পড়ার সময় বাঙালি সংস্কৃতির সুবিশাল ভাণ্ডার নিয়ে আগ্রহী হয়ে, নির্মাণ করেন ১০৫ মিনিটের এই ছবি।
সিনেমাটিতে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ব্রিটিশ ঔপনিবেশিক আমলেও ২ হাজারের বেশি গান তৈরি করে রেখে গেছেন।
চলমান ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমা অফ দি ওয়ার্ল্ড থেকে টাগোর সং চলচ্চিত্রটি দেখানো হয় মঙ্গলবার (১৮ জানুয়ারি) জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।
তা ছাড়া উৎসবে সিনেমা অফ দি ওয়ার্ল্ড বিভাগের অন্যান্য যে সিনেমাগুলো আজ প্রদর্শিত হয় সেগুলো হচ্ছে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ভারতীয় নির্মাতা রামেন বরাহ’র ‘মন্ত্তর মনতো’ এবং শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা অডিটোরিয়ামে ইরানের ছবি ‘গিসৌম’ ও কঙ্গোর ছবি ‘আ কিলিং মেশিন’।
প্রসঙ্গত উৎসবের ২০তম এই আসরের উদ্বোধন হয় গত শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। উৎসব চলবে টানা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।
উৎসবে বাংলাদেশ প্যানোরমা শাখায় আছে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন ছবি। এরমধ্যে আছে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’, প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’, সাইদুল আনাম টুটুলের ‘কালবেলা’, এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’, শবনম ফেরদৌসীর ‘আজব কারখানা’ ইত্যাদি। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে এই ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
২২৫টি সিনেমা দেখানো হবে এবারের উৎসবে। মোট ৭০টি দেশের এ সব সিনেমার মধ্যে এশিয়ান ফিল্ম কম্পিটিশনে ২১টি, রেট্রোস্পেকটিভে ৫টি, ট্রিবিউটে ২টি, বাংলাদেশ প্যানোরমাতে ৯টি, ওয়াইড অ্যাঙ্গেলে ৬টি, সিনেমা অব দ্য ওয়ার্ল্ডে ৪৭টি, উইমেন ফিল্মমেকারস সেকশনে ২৭টি, স্পিরিচুয়াল সেকশনে ২৯টি, চিলড্রেন ফিল্ম সেশনে ১৮টি, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম সেকশনে ৬১টি সিনেমা দেখানো হবে।
উৎসবের ভেন্যুগুলো হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ, জাতীয় চিত্রশালা ও জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ।
এরমধ্যে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ছবি দেখতে ৫০ টাকার টিকিট কাটতে হবে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে ছবি দেখতে পারবেন।
উল্লেখ্য ১৯৯২ সাল থেকে শুরু হওয়া এই উৎসব শুরুর দিকে দুই বছর পরপর অনুষ্ঠিত হলেও বর্তমানে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এবারও ‘রেইনবো চলচ্চিত্র উৎসব সংসদ’ আয়োজন করছে ‘২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।
এমএ/এমএমএ/
