এফএফ কমান্ডার্স ফোরাম ১৯৭১’র মিলনমেলা অনুষ্ঠিত
দিনব্যাপী এফএফ কমান্ডার্স ফোরাম ১৯৭১ এর প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলনমেলা সম্প্রতি অনুষ্ঠিত হয় নিকুঞ্জের ফাউন্টেন হোটেলে।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জগলু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহারুল ইসলাম মন্টু।
সারা দেশ থেকে প্রায় ৩০ জন কমান্ডার মিলনমেলায় যোগ দেন। সংগঠনটির বয়স মাত্র এক বছর পূর্ণ হলো। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত সবাই বক্তব্য রেখেছেন। আলোচনার ইস্যু ছিল দুটি। সংবিধানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার স্বীকৃতি এবং পবিত্র সংসদ ভবন থেকে রাজাকারদের কবর অপসারণ। অচিরেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে এই দাবি তোলা হবে।
আলোচকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য নুরুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর এবং বীর মুক্তিযোদ্ধা কথাসাহিত্যিক ইসহাক খান। তিনজন বীর প্রতীককে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই সরকার বীর প্রতীক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হেলালুজ্জামান বীর প্রতীক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ বীর প্রতীক।
দুজন নারী বীর মুক্তিযোদ্ধা সম্মাননাপ্রাপ্ত বীর প্রতীকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
তারা হলেন-বীর মুক্তিযোদ্ধা লাইলী করিম এবং বীর মুক্তিযোদ্ধা সেহেলী মাসুদ। অনুষ্ঠানে সর্ব সম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার হোসেনকে এফ এফ কমান্ডার্স ফোরামের আহ্বায়ক মনোনিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।
এমএমএ/