ইতিহাস একাডেমির ১৮তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত
ইতিহাস একাডেমি ঢাকা আয়োজিত ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক ১৮তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের লেখক, গবেষক ও ইতিহাসবিদ অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইতিহাস একাডেমি ঢাকার সভাপতি ড. শরীফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন ড. আবদুল বাছির ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক। স্বাগত ভাষণ দেন ইতিহাস একাডেমি ঢাকার নির্বাহী পরিচালক ড. সামিনা সুলতানা ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। উপস্থিত অতিথিদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ইতহাস একাডেমি ঢাকার সহ-সভাপতি ড. এ কে এম শাহনাওয়াজ।
সম্মেলনে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক ও ইতিহাসবিদ ড. সিরাজুল ইসলাম ও নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ইতিহাসবিদ ড. শরীফ উদ্দিন আহমেদ কে স্বর্ণ-পদক সম্মাননা দেওয়া হয়।
সম্মেলনে ইতিহাসবিদ আবদুল করিম স্মৃতি পুরস্কার (মধ্যযুগ), ইতিহাসবিদ কেএম মোহসীন স্মৃতি পুরস্কার (ঔপনীবেশিকযুগ), ইতিহাসবিদ এ এস সালাউদ্দীন আহমেদ স্মৃতি পুরস্কার (বাংলাদেশের মুক্তিযুদ্ধ), লোকবিদ আশরাফ সিদ্দিকী স্মৃতি পুরস্কার (সংস্কৃতি) এই চার ক্যাটাগরিতে চারজন প্রাবন্ধিককে সেরা প্রবন্ধ পুরস্কার দেওয়া হয়।
'উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পেশা ঘুটে কুড়ানি ও বারানি' শিরোনামে প্রবন্ধ পাঠ করে সেরা প্রাবন্ধিক হিসেবে 'লোকবিদ আশরাফ স্মৃতি সিদ্দিকী স্মৃতি পুরস্কার' পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের প্রভাষক ড. এরশাদুল হক। তিনি বলেন, 'এই পুরস্কার নি:সন্দেহে আমার জন্য বড় প্রাপ্তি। এই পুরস্কার পরবর্তী সময়ে ফোকলোর বিষয়ে গবেষণা করতে আমাকে আরো বেশি আগ্রহী করে তুলবে।'
/এএস