বইমেলায় কনক চৌধুরীর উপন্যাস 'মৌমিতা'
অমর একুশে বইমেলার উন্মুক্ত মঞ্চে মোড়ক উন্মোচিত হলো কনক চৌধুরী'র নারীবাদী উপন্যাস 'মৌমিতা'।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স আরেফীন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাড. আমিন উদ্দীন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী সাইফুদ্দীন। শের-এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কামাল উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক ও গবেষক ড. সারিয়া সুলতানা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহিউদ্দিন মাহি।
বক্তারা "মৌমিতা" উপন্যাসের মূল চরিত্র মৌমিতাকে নারী জাগরণের অনন্য এক প্রতিভু হিসেবে আখ্যায়িত করেন এবং লেখকের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কবি বিধান চন্দ্র রায়, লেখক বদরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহসান নবাব, তরুন প্রজন্মের প্রতিনিধি অনন্যা চৌধুরী, 'গ্রন্থকুটির' প্রকাশনার প্রতিনিধি মিশু হালদার এবং ঢাকাপ্রকাশ ২৪ ডটকম এর সহ-সম্পাদক শেহনাজ পূর্ণাসহ আরও অনেকে।
/এএস