বইমেলায় কথাশিল্পী তাসনুভা সোমার চার গ্রন্থ
বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে আলোচিত কথাশিল্পী তাসনুভা সোমার চারটি বই। তিনটি উপন্যাস এবং একটি গল্পগ্রন্থ। বইগুলো হলো-গল্পগ্রন্থ স্বপ্নলোক, উপন্যাস হানিমুন, কাস্টডি এবং অ্যালবাম কবিতা ও তুমি।
এর মধ্যে স্বপ্নলোক গল্পগ্রন্থ প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশনস। বইটি বাংলা একাডেমির বই মেলায় ১৩, ১৪, ১৫, ১৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
হানিমুন, কাস্টডি এবং অ্যালবাম কবিতা ও তুমি প্রকাশ করেছে ঘাসফুল প্রকাশনী। এই তিনটি বই পাওয়া যাচ্ছে ঘাসফুল প্রকাশনীতে। সোহরাওয়ার্দী উদ্যানে ১৭০-১৭১ নম্বর স্টলে।
হতাশায় ডুবে যাওয়া রিনির ঘুরে দাঁড়ানোর কাহিনী অ্যালবাম কবিতা ও তুমি। মূল্য ৪১৬ টাকা। হানিমুন উপন্যাসের মূল দুই চরিত্র; জন রায়ান ছাব্বিশ বছরের এক ব্রিটিশ যুবক ও নিকিতা রায়ান পঁচিশ বছরের এক জাপানি বংশোদ্ভূত যুবতী। প্রশান্ত মহাসাগরের বুকে বিলাসবহুল এক প্রমোদতরীতে শুরু হয় তাদের হানিমুন। হানিমুন মূল্য ৩৬০ টাকা।
সামাজিক উপন্যাস কাস্টডি। জীবনের টানাপোড়েন নিয়ে উপন্যাসের চরিত্রগুলো সরব পদচারণা করেছে উপন্যাসটির পাতায় পাতায়। ১৬০ পৃষ্ঠার ঝকঝকে ছাপা বইটির মূল্য ৩৫০ টাকা।
এমএমএ/