মেলার ২০তম দিনে নতুন বই এসেছে ১০০টি
মেলার বিংশতম দিনে সোমবার (২০ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১০০টি। গতকাল রবিবার এ সংখ্যাটি ছিল ৭৫। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৮১টিতে।
সোমবার বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সোমবার মেলায় গল্প ১৩টি, উপন্যাস ১১টি, প্রবন্ধ ৫টি, কবিতা ২৫টি, গবেষণা ৭টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৩টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ ২টি, নাটক ৩টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৩টি, রাজনীতি ২টি, স্বাস্থ্য/চিকিৎসা ১টি, বঙ্গবন্ধু ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৪টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৭টি বই নতুন এসেছে।
মঙ্গলবারের (২১ ফেব্রুয়ারি) সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: সোমবার রাত সাড়ে ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি জাহিদুল হক।
অমর একুশে বইমেলার একবিংশতম দিনে ২১ ফেব্রুয়ারি মেলা সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা-২০২৩। স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অমর একুশে বক্তৃতা-২০২৩ শীর্ষক একুশে বক্তৃতা প্রদান করবেন রামেন্দু মজুমদার। সন্ধ্যায় রয়েছে কবিকণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসজি