হযরত আয়েশার জীবনী নিয়ে বইমেলায় ড. মাহবুবা রহমানের পঞ্চম গ্রন্থ
অমর একুশে বইমেলা ২০২৩-এ পাওয়া যাচ্ছে রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মাহবুবা রহমানের লেখা 'নারী জাতির মর্যাদার প্রতীক উম্মুল মু'মিনীন হযরত আয়েশা (রা)'। লেখকের এই পঞ্চম গ্রন্থটিতে মুসলিম নারী জাতির আদর্শ হযরত আয়েশা (রা) এর পূর্ণাঙ্গ জীবন কাহিনী তুলে ধরা হয়েছে।
অমর একুশে বইমেলার ইসলামিক ফাউন্ডেশনের স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ করেছেন ফারজীমা মিজান শরমীন।
বইটির লেখক ড. মাহবুবা রহমান বলেন, ‘ইতিপূর্বে আমি উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রা)-এর বর্ণিত হাদীসগুলোর উপর ভিত্তি করে 'হাদীসশাস্ত্রে হযরত আয়েশা (রা)-এর অবদান' নামে একটি গ্রন্থ লিখি। এই গ্রন্থটি লিখতে গিয়ে হযরত আয়েশা (রা)-এর মেধা, প্রখর স্মৃতিশক্তি, সূক্ষজ্ঞান এবং অপূর্ব প্রতিভা দেখে আমি মুদ্ধ হই। তখন থেকেই আমার ইচ্ছা ছিল ভবিষ্যতে আল্লাহ্ রাব্বুল আলামীন যদি আমাকে তাওফীক দেন তাহলে হযরত আয়েশা (রা)-এর জীবন কথাগুলো নিয়ে আমি একটি মালা গাঁথব। তারই ফলশ্রুতি স্বরূপ আজ আমার লেখা এ গ্রন্থটি।’
প্রসঙ্গত, ড. মাহবুবা রহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ মুহাম্মদ ফজলুর রহমানের চতুর্থ সন্তান। তিনি ১৯৭৩ সালে রাজশাহী সরকারি পি.এন. উচ্চ বালিকা বিদ্যালয় হতে মাধ্যমিক পাস করেন। ১৯৭৫ সালে রাজশাহী সরকারি কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাস করেন। ১৯৭৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে তিনি প্রথম শ্রেণি পেয়ে বিএ (অনার্স) ডিগ্রী লাভ করেন। ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি পেয়ে আরবিতে মাস্টার্স ডিত্রী লাভ করেন। তিনি ১৯৮৮ সালে একই বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণিতে ইসলামিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। ২০০২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ও ইতিহাস একাডেমি ঢাকা-এর আজীবন সদস্য।
/এসজি