মেলার ১৯তম দিনে নতুন বই এসেছে ৭৫টি
মেলার ঊনবিংশতম দিনে রবিবার (১৯ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৭৫টি। গতকাল শনিবার এ সংখ্যা ছিল ১৭০টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১৮১টিতে।
রবিবার বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, রবিবার মেলায় গল্প ১১টি, উপন্যাস ১০টি, প্রবন্ধ ৩টি, কবিতা ২১টি, গবেষণা ২টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ১টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ ১টি, নাটক ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ১টি, ইতিহাস ১টি, রাজনীতি ১টি, বঙ্গবন্ধু ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৮টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৫টি বই নতুন এসেছে।
সোমবারের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: অমর একুশে বইমেলার বিংশতম দিনে ২০ ফেব্রুয়ারি (সোমবার) মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে লুবনা মারিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে বাংলাদেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন নূরুননবী শান্ত। আলোচনায় অংশগ্রহণ করবেন মিহির মুসাকী, বেলাল হোসেন, হোসেন আল মামুন।
এসজি