মেলার ১৬তম দিনে নতুন বই ৮৩টি
মেলার ষোড়শতম দিনে আজ (১৬ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ৮৩টি। গতকাল (১৫ ফেব্রুয়ারি) এ সংখ্যা ছিল ৮৪টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬৬০টিতে।
আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার মেলায় গল্প ১৮টি, উপন্যাস ৭টি, প্রবন্ধ ২টি, কবিতা ৩৩টি, গবেষণা ৩টি, শিশুসাহিত্য ১টি, জীবনী ৫টি, মুক্তিযুদ্ধ ২টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ইতিহাস ১টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ২টি বই নতুন এসেছে।
শুক্রবারের (১৭ ফেব্রুয়ারি) সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: অমর একুশে বইমেলার সপ্তদশতম দিনে ১৭ ফেব্রুয়ারি মেলা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। বেলা ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে।
শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতা: শুক্রবার সকাল ১০টায় বইমেলার মূলমঞ্চে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে সৈয়দ আকরম হোসেনের সভাপতিত্বে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : সৈয়দ ওয়ালীউল্লাহ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মহীবুল আজিজ। আলোচনায় অংশগ্রহণ করবেন অনিরুদ্ধ কাহালি ও মোহাম্মদ জয়নুদ্দীন।
এসজি