‘সাহিত্য সাংস্কৃতিক উৎসব’ শেষ হচ্ছে আজ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ১৪ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে লালন সাংস্কৃতিক দলের ২ যুগ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী ‘সাহিত্য সাংস্কৃতিক উৎসব’।
সংস্কৃতি উৎসবে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, বিশেষ অতিথি ছিলেন বর্ষীয়ান গবেষক দেশের প্রথম বাউল ও লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করীম, বিশিষ্ট অনুবাদক, অভিনেতা ও লেখক খায়রুল আলম সবুজ, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী শম্পা রেজা, জাতীয় প্রেসক্লাবের সহসভাপতি রেজোয়ানুল হক রাজা, পশ্চিম বাংলা থেকে আগত কবি সুলেখা সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মইনুল আলম রুমন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) উৎসবের সমাপনী দিন। সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৫টায়। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন গবেষক লেখক অধ্যাপক ড. আনোয়ারুল করীম। বিশেষ অতিথি থাকবেন কবি ও লেখক আসলাম সানী, কবি ও লেখক এ.এস.এম শমসের আলী, কবি ও লেখক তারিক-উল-ইসলাম, কবি ও লেখক ড. শাহ আলম চুন্নু, কবি ও লেখক শাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল ইসলাম মাসুম, পশ্চিমবঙ্গের প্রাবন্ধিক লেখক ও সাংবাদিক সুলেখা সরকার, কবি ও বাচিক শিল্পী বিধান চন্দ্র রায়, কবি শাহনারা ঝরনা, সাংবাদিক প্রাবন্ধিক ড. জ্যোৎস্নালিপি, সাংবাদিক প্রাবন্ধিক ড.সারিয়া সুলতানা।
ড. শামস আলদীনের সঞ্চালনায় এতে বাংলা কবিতার বিভিন্নতা নিয়ে আলোচনা করবেন অধ্যাপক ড. রকিবুল হাসান, সোহেল আমিন বাবু। প্রবন্ধ পাঠ করবেন কবি লেখক ও গবেষক বিলু কবীর। সভাপতিত্ব করবেন কবি লেখক ও চিত্রশিল্পী রবিউল হক।
এএম/এমএমএ/
