ভালোবাসা দিবস ও বাসন্তীর ছোঁয়ায় বইমেলা
ঋতুরাজ বসন্তের আগমন, সঙ্গে পহেলা ফাল্গুন যা ভালোবাসা দিবসের পালে এক বাসন্তী হাওয়া লেগেছে। সেই সঙ্গে অমর একুশে বইমেলা ছিল কাপলদের এক দারুণ অনুষঙ্গ।
শুধু কাপলরাই সিঙ্গেলরাও কোনো অংশে পিছিয়ে নেই। বাসন্তী সাজে মাথায় ফুল পরে মেলায় এসেছেন প্রিয় মানুষটির সঙ্গে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে শুরু হয় মেলা, চলে রাত ৯টা পর্যন্ত। শুরুর সঙ্গে মেলাতে উপচে পড়া ভিড় ছিল। পাঠক-দর্শনার্থীতে মুখর ছিল বই মেলা। বাহারি পোশাকে সেজে, প্রিয় মানুষের সঙ্গে অনেকেই মেলা এসেছেন। সঙ্গে এসেছেন কারও প্রিয় সদস্যও।
প্রেমিক যুগল নিতু ও ইব্রাহিম পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মেলাতে একই রঙের হলুদ পোশাক পরে তারা বই মেলাতে এসেছেন। কিনবেন কিছু বই। তাদের সঙ্গে কথা হলে জানান, বসন্ত-ফাল্গুনে ভালবাসা দিবস এক নতুন মাত্রা পেয়েছে। তাই একই রঙের পোশাকে মেলাতে এসেছি। মেলাতে ঘুরে-ফিরে দেখছি। কিছু বই কেনারও ইচ্ছে আছে।
এদিকে বন্ধু বান্ধব নিয়ে এসেছেন মোস্তফা-ফারুক-রনি। এক রঙের হলুদ পাঞ্জাবি পরে এক স্টল থেকে অন্যস্টলে ঘুরছেন, নতুন কিছু বই কিনবেন। তিন বন্ধুর বইয়ের প্রতি এক রুচি থাকায় এক সঙ্গে বই মেলায় এসেছেন। মোস্তফা বলেন, ভালবাসা দিবস কি প্রেমিক-প্রেমিকার মধ্যে? ভালবাসাকে আমরা সংকীর্ণ করতে চাই না। আমরা তিনজনই অনেক ভাল বন্ধু। পহেলা ফাল্গুন-বসন্ত উদযাপনে আমরা হলুদ পাঞ্জাবি পরেছি।
এদিকে বিক্রয়কর্মীরা বলছেন আজ অনেক ভিড়, পাঠক-দর্শনার্থী অন্যান্য ছুটির দিনগুলোর মতই সমাগম হচ্ছে। নন্দিতা প্রকাশের আরিফুল ইসলাম বলেন, বিক্রি বাড়ছে। যেহেতু ফাল্গুন, সঙ্গে ভালবাসা দিবস বিক্রি তুলনামূলক অনেক বৃদ্ধি পেয়েছে।
এ ছাড়া, বেশ কয়েকটি স্টলের বিক্রয়কর্মী-প্রকাশকের সঙ্গে কথা হলে তারা জানান, ভালবাসা দিবস ও ফাল্গুন হওয়ায় বই বিক্রি বাড়ছে। কারণ, আজ বই উপহার দেওয়ার জন্যই পাঠক-দর্শনার্থীরা বেশি বই কিনছেন।
এমএমএ/