বইমেলার ১২তম দিনে নতুন বই এসেছে ৭৯টি
বইমেলার দ্বাদশতম দিনে নতুন বই এসেছে ৭৯টি। গত শনিবার এ সংখ্যা ছিল ১৯১টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ১২৯৫টিতে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে নতুন বইয়ের সংখ্যা জানা গেছে।
জানা যায় রবিবার মেলাতে, গল্প ১২টি, উপন্যাস ৯টি, প্রবন্ধ ৬টি, কবিতা ১৪টি, শিশুসাহিত্য ৫টি, জীবনী ৬টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ৫টি, নাটক ১টি, বিজ্ঞান ২টি, ভ্রমণ ১টি, ইতিহাস ২টি, রাজনীতি ১টি, স্বাস্থ্য/চিকিৎসা ৩টি, রম্য/ধাঁধা ১টি, অভিধান ১টি এবং অন্যান্য ৯টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার ত্রয়োদশ তম দিনে ১৩ ফেব্রুয়ারি (সোমবার) মেলা বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলবে ৯টা পর্যন্ত।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে স্মরণ : আবদুল গাফ্ফার চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক। আলোচনায় অংশগ্রহণ করবেন মোনায়েক সরকার, হারিসুল হক এবং অপূর্ব শর্মা।
এমএমএ/