সেন্ট গ্রেগরীতে অনুষ্ঠিত হলো ১৩তম জাতীয় বিতর্ক উৎসব
ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব আয়োজিত ৩ দিনব্যাপী ১৩তম জাতীয় বিতর্ক উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এ বিতর্ক উৎসবের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিড পেরেরা সিএসসি এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক রিচার্ড গমেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের সহকারী মহা ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ লিওনার্ড চন্দন রোজারিও সিএসসি এবং গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাবের চিফ মডারেটর শাহাদাত হোসেন। বিতর্ক উৎসবটির প্রধান পৃষ্ঠপোষক ছিল মল্টিফেবস লিমিটেড এবং সহপৃষ্ঠপোষক ছিল এসিআই গ্রুপ, ইয়ুথ পার্টনার ছিল কিশোর আলো এবং মিডিয়া পার্টনার ছিল ঢাকাপ্রকাশ।
দেশের স্বনামধন্য স্কুল কলেজের নির্বাচিত ৩২টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শনিবার বিতর্কের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় ঢাকা কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। বিতর্কের বিষয় ছিল 'এই সংসদ মানব মস্তিষ্ক থেকে দুঃখ অনুভব করার ক্ষমতা দূর করবে'। এ বিষয়ের পক্ষে অবস্থান নেয় সরকারি দল ঢাকা কলেজ ও বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল আদমজী ক্যান্ট। বিতর্কে আদমজী ক্যান্ট বিজয়ী হয়।
বিতর্ক শেষে অতিথিদের বক্তব্য প্রদান পর্বে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, এতগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এ বিতর্ক উৎসবের সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের দেশের সংস্কৃতির ক্ষেত্রে এ আয়োজন অবদান রাখবে। বিতর্কের বিষয়টি চমৎকার ছিল। আমরা চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম। শিক্ষার্থীদের সৃজনশীলতায় আমি মুগ্ধ হয়েছি। এভাবেই শিক্ষার্থীরা যুক্তিবাদী হিসেবে গড়ে উঠবে।
পরিকল্পনা মাফিক উন্নয়ন সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে দেশ আজকে পরিকল্পিতভাবেই এগুচ্ছে। আমাদের লক্ষ্য ছিল দেশ মধ্যম আয়ের দেশ হবে, সেটা আমরা হয়েছি। ২০১০ সালে আমরা লিখেছিলাম ২০২১ সালে আমারদের মাথাপিছু আয় হবে ২ হাজার ডলার হয়েছে ২ হাজার ৩২৪ ডলার, এখন সেটা আরও বেড়েছে। আমরা বলেছিলাম ২০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপন্ন করব। হয়েছে ২৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সবই পরিকল্পনার ফসল।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রাদার উজ্জল প্লাসিড পেরেরা সিএসসি বলেন, বিতর্কের উদ্দেশ্য জয় বা পরাজয় নয়, বিতর্কের উদ্দেশ্য সত্যের কাছাকাছি যাওয়া, সত্যকে প্রতিষ্ঠিত করা বা কোনো একটি সিদ্ধান্তে এসে উপনীত হওয়া। আমার দৃঢ় বিশ্বাস আমাদের এখানে এ কয়েকদিন যে বিতর্ক হয়েছে এর মধ্য দিয়ে এ বিষয়টিই আমরা চর্চা করেছি।
বক্তব্য পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
/এএস