মেলার ১১তম দিনে নতুন বই এসেছে ১৯১টি
বইমেলার একাদশতম দিনে আজ নতুন বই এসেছে ১৯১টি। গত শুক্রবার এ সংখ্যা ছিল ২৬০টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৬টিতে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যে নতুন বইয়ের সংখ্যা জানা গেছে।
জানা যায় শনিবার মেলাতে, গল্প ২১টি, উপন্যাস ৩২টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৫১টি, গবেষণা ৩টি, ছড়া ৬টি, শিশুসাহিত্য ৯টি, জীবনী ৪টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধ ২টি, নাটক ১টি, বিজ্ঞান ৫টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৬টি, রাজনীতি ২টি, স্বাস্থ্য/চিকিৎসা ৪টি, বঙ্গবন্ধু ৩টি, রম্য/ধাঁধা ২টি, ধর্মীয় ১টি, সায়েন্স ফিকশন ৬টি এবং অন্যান্য ২০টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার দ্বাদশ তম দিনে ১২ ফেব্রুয়ারি (রবিবার) মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে ৯টা পর্যন্ত।
বিকাল সাড়ে ৪টায় বইমেলার মূলমঞ্চে এ.এইচ.এম. লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে স্মরণ: হাসান হাফিজুর রহমান এবং স্মরণ: হাবিবুল্লাহ সিরাজী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মিনার মনসুর এবং শেখ মো. কাবেদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করবেন শোয়াইব জিবরান, শাহাদাৎ হোসেন নিপু, রুবেল আনছার এবং ওবায়েদ আকাশ।
এমএমএ/