বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

বইমেলায় গ্রামীণ আবহে নির্মিত স্টলে দর্শনার্থীদের ভিড়

উপরে খড়ের চাল, চারদিকে বাঁশের চাটাই, চালের নিচে ঝুলছে বাবুই পাখির বাসা দেখতে ছোট্ট একটি বাড়ির মতো। কেউ কেউ চারদিকে বাঁশ চাটাই দিয়ে ছোট কুঠির বানিয়ে রেখেছেন, ভেতরে সারি সারি বই। অমর একুশে বই মেলার এমনই গ্রামীণ আবহে স্টল বানিয়েছে বেশ কয়েকটি প্রকাশনী। দৃষ্টিনন্দন এসব স্টলে পাঠকের তুলনায় দর্শনার্থী অনেক বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায় বই কিনতে আসা পাঠকের তুলনায় দর্শনার্থী সংখ্যা অনেক বেশি। অন্যান্য স্টলের তুলনায় এসব স্টলে তুলনামূলক বেশি। বই নিয়ে বিভিন্ন অঙ্গ-ভঙ্গিতে ছবি তুলছেন। তবে স্টল সংশ্লিষ্টদের দাবি যে পরিমাণ লোক সমাগম হচ্ছে, সেই তুলনায় বিক্রি খুবই কম।

এমন বেড়ার ঘর সাদৃশ বইমেলায় স্টল করেছেন আকাশ প্রকাশনী। প্রকাশনীটির ম্যানেজার জাহিদুজ্জামান ভূঁইয়া বলেন, শহুরে জীবনে গ্রামীণ আবহে তুলে ধরতেই এমন নান্দনিক আয়োজন। তাছাড়া আমাদের রয়েছে ইতিহাস-ঐতিহ্য, বাম রাজনীতির বই, অনুবাদ ও গবেষণা ধর্মী বই। বলা চলে, আমাদের প্রকাশিত বইগুলোর সঙ্গে এমন স্টল বেশ সঙ্গতিপূর্ণ। তাই এভাবে সাজানো হয়েছে।

বই বিক্রির ব্যাপারে জাহিদুজ্জামান বলেন, পাঠক দর্শনার্থীদের তুলনায় কম। দর্শনার্থী আসছেন, ছবি তুলছেন চলে যাচ্ছেন। তবে বিক্রি খারাপ হচ্ছে না ; আশা করি সামনে দিনে এটি আরে বাড়বে।

আকাশ প্রকাশনীটির কয়েক ধাপ এগোতেই শ্রাবণ প্রকাশনী। তারা তৈরি করেছে চাটাইয়ের ঘর। প্রকাশনীটির প্রকাশক রবিন আহসান বলেন, এর আগেও আমরা বোর্ড দিয়ে ঘর সাদৃশ স্টল বানিয়েছিলাম। তা ছাড়া, চাটাই দিয়ে যে এমন ঘর তৈরি করা যায় এটি অনেকেই জানে না। আমাদের যে গ্রামীণ ঐতিহ্য সেটি মাথায় রেখেই এমন স্টল তৈরি করা।

এদিকে সম্পূর্ণ বাঁশ আর শীতল পাটি দিয়ে স্টল তৈরি করেছেন বায়ান্ন প্রকাশন। প্রকাশনীটির বিক্রয়কর্মী তৌফিকুল হাসান শুভ বলেন, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা জন্য আমাদের এ প্রয়াশ। তা ছাড়া, এ স্টল তৈরিতে কৃত্রিম কোনো কিছু দিয়ে ব্যবহার করা হয়নি।

বই বিক্রি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কিছু বই আছে সেই বইগুলো হীট। আমাদের লেখকদের নির্দিষ্ট ফ্যান বেজ আছে। তাই এবারের মেলাতে বই বিক্রিতে ভালো সাড়া পাচ্ছি।

মেলার বাংলা একাডেমি প্রবেশপথ সংলগ্ন কোয়ান্টাম মেথডের স্টল। এ স্টল সাজানো হয়েছে তালপাতা, বাঁশ ও বাঁশের চাটাই দিয়ে। অবাক করা বিষয় হলে স্টলের ভেতরে একটি বিরাট গাছ। গাছটির বিভিন্ন কাণ্ডে ঝোলানো হয়েছে সারি সারি বই। জ্ঞানের শাখা-প্রশাখা বিস্তারের মধ্য দিয়ে বইগুলোকে বিভিন্ন বই সাজানো হয়েছে।

কোয়ান্টাম মেথডের স্বেচ্ছাসেবী বিক্রয়কর্মী সৈয়দ শফিকুল ইসলাম বলেন, যেহেতু কোয়ান্টাম ফাউন্ডেশন অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। তাই আমরা অন্যান্যদের তুলনায় আলাদা থাকার চেষ্টা করেছি। এ ছাড়া, আমরা একটি বার্তাও দিতে চাই এ স্টল থেকে ; স্টলের বাহিরে গ্রামীণ আবহের ছোঁয়া থাকলেও ভেতরে একটি গাছ, যা শিক্ষার ন্যায় এবং গাছের শাখা-প্রশাখা ঝোলানো বই। জ্ঞানের সাথে বই যেমন সম্পর্কিত, তেমনি গাছের সঙ্গেও শাখা-প্রশাখাও বেশ সম্পর্কিত। কারণ বই ছাড়া জ্ঞান যেমন অর্থহীন তেমনি শাখা-প্রশাখা বিহীন গাছও অর্থহীন।

এমএমএ/

Header Ad
Header Ad

দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশ আটক

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ভারতীয় ১ বোতল মদ ও ১ টি রিয়েলমি মোবাইলসহ ভুয়া পুলিশ কনস্টেবল পরিচয় প্রদানকারী একজনকে আটক করে বিজিবি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে দর্শনা আইসিপির সামনে তাকে আটক করা হয়।

ভারতীয় মদসহ ভুয়া পুলিশ পরিচয়ে ০১ জন ব্যক্তিকে আটক করা প্রসংগে বিজিবির দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ক্যাম্প জানান, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপিতে কর্মরত হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল ভারতীয় ১ বোতল মদ ও ১ টি রিয়েলমি মোবাইলসহ ভুয়া পুলিশ কনস্টেবল পরিচয় প্রদানকারী একজনকে আটক করা হয়।

আটক আসামী শিমুল কুমার ঘোষ (৩৫) ঝিনাইদহ জেলার নগরবাথান গ্রামের মন্টু লাল ঘোষের ছেলে। তার বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।

Header Ad
Header Ad

আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

গতকাল (বুধবার) মধ্যরাতে আগুন লেগেছিল বাংলাদেশ সচিবালয়ে। যার ফলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বেশ কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন অবস্থায় সেখানে কার্যক্রম পরিচালনা অসম্ভব। তাই ক্রীড়া পরিষদে অফিস করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পুড়ে যাওয়া মন্ত্রণালয় পরিদর্শন করতে সচিবলায়ে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানকার অবস্থা দেখে মন ভার করে ফিরেছেন তিনি। তাই ক্রীড়া পরিষদে অসিফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) গিয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী। তিনি জাতীয় ক্রীড়া পরিষদে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। ক্রীড়া মন্ত্রণালয়ের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কয়েকজন কর্মকর্তা জাতীয় ক্রীড়া পরিষদে অফিসের খসড়া রূপরেখাও তৈরি করেছেন।

এ প্রসঙ্গে বলেন আমিনুল ইসলাম, সচিব মহোদয় এনএসসি সরেজমিনে পরিদর্শনে এসেছিলেন। উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া মন্ত্রণালয়ের দাপ্তরিক কার্য সম্পাদন হবে। একটা খসড়া হয়েছে যা পরবর্তীতে কর্তৃপক্ষের নির্দেশে বাস্তবায়ন হবে।

জাতীয় ক্রীড়া পরিষদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান। ক্রীড়ামন্ত্রী জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যান। দুইজনেরই ক্রীড়া পরিষদে নিজ নিজ অফিস কক্ষ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রণালয়ের আরও কয়েকজন কর্মকর্তা জাতীয় ক্রীড়া পরিষদের ষষ্ঠ তলায় কনফারেন্স কক্ষ, নবম তলায় মিনি সভা কক্ষ ও শূন্য থাকা পরিচালক কক্ষ এবং সপ্তম তলায় কিছু কক্ষও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাময়িক ব্যবহারের জন্য বরাদ্দ করা হচ্ছে।

ক্রীড়া পরিষদের নতুন ভবন অনেক সুউচ্চ হলেও ক্রীড়া পরিষদ দ্বিতীয় তলায় অডিটরিয়াম, ষষ্ঠ তলায় কনফারেন্স কক্ষ, অস্টম ও নবম তলায় প্রশাসনিক কাজে ব্যবহার করে। এর বাইরে বেশ কয়েকটি তলা বাণিজ্যিকভাবে ভাড়ায় রয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে চারতলায় রয়েছে ক্রীড়া কল্যাণসেবী ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনেও মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বের হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরে যান। সেখানেও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাময়িক কাজের ব্যাপারে পরিকল্পনা হয়েছে।

 

Header Ad
Header Ad

টাঙ্গাইলে

অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল বালুখেকোরা  

ছবি: সংগৃহীত

 

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালুখেকোরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি রেল সেতুর পশ্চিম পাশে গ্যাস লাইন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক।

তিনি জানান, অভিযান চালানোকালে ভ্রাম্যমাণ আদলতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়। পরে বালুঘাটে থাকা ভেকু (খননযন্ত্র) ও ট্রাকের ব্যাটারি খুলে নেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

এ সময় এলেঙ্গা পৌর ভূমি কর্মকর্তা মো. কামরুজ্জামান সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

দর্শনা চেকপোস্টে ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশ আটক
আগুনে পুড়ল ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে অফিস করবেন আসিফ মাহমুদ
অবৈধ বালু ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পালিয়ে গেল বালুখেকোরা  
নসরুল হামিদের ৯৮ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন: দুদকের মামলা
ত্রিপুরা পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন গ্রেপ্তার
সচিবালয় কিভাবে আওয়ামী মুক্ত করতে হয় সেটা ছাত্র জনতা জানে: হাসনাত আব্দুল্লাহ
অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ৩১ জানুয়ারির পর
সচিবালয়ের অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের নতুন কমিটি
টাঙ্গাইলে ২৭ মামলার আসামিসহ ডাকাতচক্রের ৪ সদস্য গ্রেফতার  
তাবলিগ জামাতের কার্যক্রম থেকে বিরত থাকতে সাদ অনুসারীদের অনুরোধ
দেশের অবস্থা ভালো না, শেখ হাসিনা আবারও আসবে: সোলায়মান সেলিম
রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক হলেন মোঃ সুবক্তগীন
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের
বিপিএলে সাকিব না থাকায় হতাশ সুজন
বুধবার রাতে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসেও
পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু  
চোখের জলে এক বীরকে বিদায় দিল ফায়ার সার্ভিস, পরিবারে শোকের মাতম
বিডা’র আমন্ত্রণে ঢাকায় আসছেন ইলন মাস্ক
সচিবালয়ে আগুন: কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী