মেলার নবম দিনে নতুন বই এসেছে ১২৩টি
বইমেলার নবম দিনে আজ (৯ ফেব্রুয়ারি) নতুন বই এসেছে ১২৩টি। গত মঙ্গলবার এ সংখ্যা ছিল ১১৪টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৭৮২টিতে।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার মেলায় গল্প ২২টি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ ৬টি, কবিতা ৪৮টি, গবেষণা ২টি, ছড়া ১টি, জীবনী ৩টি, রচনাবলি ১টি, মুক্তিযুদ্ধ ২টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৪টি, অনুবাদ ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৩টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: অমর একুশে বইমেলার দশম দিনে ১০ ফেব্রুয়ারি (শুক্রবার) মেলা সকাল ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
শিশুপ্রহর চলবে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত। এ ছাড়া বই মেলার মূল মঞ্চে সকাল সাড়ে ৮টায় অমর একুশে উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতা উদ্বোধন করবেন শিল্পী হাশেম খান।
এদিকে সকাল সাড়ে ৯টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন কেন্দ্রে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে মুনতাসির মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : শিল্প সফিউদ্দীন আহমেদ এবং জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : এস এম সুলতান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মালয় বালা এবং সৈয়দ নিজার। আলোচনার অংশগ্রহণ করবেন সুশান্তকুমার অধিকারী, ইমাম হোসেন সুমন, নাসির আলী মামুন এবং নীরু শামসুন্নাহার।
এসজি