পাঠক-দর্শনার্থীর সঙ্গে বেড়েছে বই বিক্রি
চলতি সপ্তাহের শুরুতে অমর একুশে বইমেলায় বই বিক্রি আশানুরূপ না হলেও পাঠক-দর্শনার্থী সমাগম বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে বই বিক্রি। সামনের দিনগুলোতে বই বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা বিক্রয়কর্মীদের।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বেলা ৩টা থেকে শুরু হয় মেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পাঠক-দর্শনার্থীদের সংখ্যাও। গেল দু’দিনের বিক্রি বেশ ভালো হয়েছে বলে জানান বিক্রয়কর্মীরা।
আগামী প্রকাশনের বিক্রয়কর্মী পাপিয়া সুলতানা বলেন, গত দু’দিনের তুলনায় আজ বই ভালো বিক্রি হচ্ছে। পাঠক আসছেন, নেড়ে-চেড়ে দেখে কিনছেন বই। এবারের বইমেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক, হুমায়ুন আজাদের বই তুলনামূলক আমাদের বেশি বিক্রি হচ্ছে।
জ্ঞানকোষ প্রকাশনের বিক্রয়কর্মী রিয়াজ হোসেন বলেন, গতকালের তুলনায় আজ বিক্রি অনেক বেশি। আশা করছি এ ধারাবাহিকতা বজায় থাকবে। টাকার ইতিহাস, আধুনিক গরু-রচনা সমগ্র, টয়োটা করোলা এ বইগুলো ভালো চলছে আমাদের। পুরোনো লেখকদের পাশাপাশি নতুন লেখকের বই বেশ ভালো চলছে।
স্টুডেন্ট ওয়েজে বই বিক্রির চাপ প্রতিনিয়ত বাড়ছে। প্রকাশনাটির বিক্রয়কর্মী ফজলে রাব্বি বলেন, গত দু’দিনের তুলনায় চাপ বাড়ছে। প্রতিনিয়তই এ চাপ বাড়ছে। অয়ন্তি (মাহমুদুন নবী রনি), বিষাদের প্রেমে পড়া বারণ (সংযুক্তা সাহা), বাবার দেখা ভূতগুলো (আরজে উদয়) এ বইগুলো পাঠকদের বেশ সাড়া পাওয়া যাচ্ছে।
পুঁথিনিলয় প্রকাশনে কয়েক খণ্ডে প্রকাশিত রবীন্দ্রনাথের ছোটগল্প বেশ বিক্রি হচ্ছে। তার সঙ্গে পাঠকদের চাপও বেশ ভালোই যাচ্ছে বলে জানান বিক্রয়কর্মী মায়া পাল। মায়া বলেন, আমরা আশাবাদী সামনের দিনগুলোতেও বই বিক্রিতে ভালো সাড়া পাব।
ইত্যাদি গ্রন্থ প্রকাশের অন্যতম প্রকাশক শান্তনু চৌধুরী বলেন, বই-বিক্রি বাড়ছে। তা ছাড়া পাঠক-দর্শনার্থীরা তো মেলার ১০-১৫ দিন বই দেখেন, তারপর বাকি দিনগুলোতে বই কেনেন। আশা রাখি, সামনের দিনগুলোতে বই খুব ভালো বিক্রি হবে।
এসজি