মেলার চতুর্থদিনে নতুন বই এসেছে ৭৩টি
মেলার পঞ্চমদিনে নতুন বই এসেছে ৭৩টি। গত শনিবার এ সংখ্যা ছিল ১১৩টি। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়াল ৩০৩ টিতে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা যায় রবিবারের মেলাতে, গল্প ৪টি, উপন্যাস ১৪টি, প্রবন্ধ ১২টি, কবিতা ১২টি, গবেষণা ১টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৪টি, ইতিহাস ৭টি, রাজনীতি ১টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৭টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান: আগামীকাল অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে ৬ ফেব্রুয়ারি (সোমবার) মেলা বিকাল ৩টা থেকে শুরু হয়ে চলবে ৯টা পর্যন্ত।
এদিকে বিকাল ৪:০০ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ: কাজী রোজী এবং স্মরণ : নিশার হাশেম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসির আহমেদ এবং তপন রায়। আলোচনায় অংশগ্রহণ করবেন আসলাম সানী, শাহেদ কারোস, আনিসুর রহমান এবং শাহনাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অসীম সাহা।
এমএমএ/