মেলার চতুর্থদিনে নতুন বই এসেছে ১১৩টি
মেলার চতুর্থদিনে নতুন বই এসেছে ১১৩টি। এর আগে তৃতীয় দিনে ৯৬টি ও এর আগে দ্বিতীয় দিনে বইমেলায় প্রকাশ হয় ২১টি বই। এ নিয়ে এবারের বইমেলায় প্রকাশ হওয়া নতুন বইয়ের সংখ্যা দাঁড়ালো ২৩০টিতে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির জনসংযোগ দপ্তরেরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্যে নতুন বইয়ের সংখ্যা জানা যায়।
জানা যায় এদিন মেলাতে, গল্প ৪টি, উপন্যাস ২৪টি, প্রবন্ধ ৬টি, কবিতা ১৮টি, গবেষণা ৩টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ১০টি, জীবনী ২টি, রচনাবলী ১টি, মুক্তিযুদ্ধ ৩টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ২টি, ইতিহাস ২টি, রাজনীতি ২টি, চিকিৎসা/স্বাস্থ্য ১টি, বঙ্গবন্ধু ৩টি, রম্য/ধাঁধা ১টি, ধর্মীয় ২টি, অনুবাদ ৪টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ৪টি এবং অন্যান্য ১৩টি বই নতুন এসেছে।
আগামীকালের সময়সূচি ও অনুষ্ঠানমালা: অমর একুশে বইমেলার ৫ম দিন, মেলা বিকাল ৩:০০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯:০০টা পর্যন্ত। বিকাল ৪:০০টা বই মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ বঙ্গ রায় চৌধুই শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন জাহিদ মুস্তাফা আলোচনায় অংশগ্রহণ করবেন মইনুদ্দীন খালেদ, মুস্তাফা আমান এবং আনিসুজ্জামান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পী হাশেম খান।
এমএমএ/