৩৫তম জাতীয় কবিতা উৎসব শুরু
‘বাংলার স্বাধীনতা আমার কবিতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে দুই দিনব্যাপী ৩৫তম জাতীয় কবিতা উৎসব শুরু হয়েছে। দুই দিনের এই আয়োজনে দেশ ও দেশের বাইরের তিন শতাধিক কবি অংশ নিচ্ছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট কবি আসাদ চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরী বলেন, দেশের অনেক উন্নতি হয়েছে, এখন আমাদের সমাজ ও সাহিত্যের উন্নতি দরকার। আমরা জাতি হিসেবে দিন দিন লোভাতুর হয়ে যাচ্ছি। এখন আমাদের ভাবতে কষ্ট হয়, আমরা ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি কিন্তু লোভ ছাড়তে পারছি না। একটি দেশের সাহিত্য, সংস্কৃতি ওই দেশকে এগিয়ে নেয়। তাই কবি সাহিত্যিকদের মূল্যায়ন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত, কবি কাজল বন্দ্যোপাধ্যায়, আমিনুর রহমান সুলতান, কবি শিহাব সরকারসহ দেশ-বিদেশের অনেক বরেণ্য কবি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে কেন্দ্রীয় শহিদ মিনার এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও শিল্পী কামরুল হাসানের সমাধিতে ফুল দেন কবিরা।
আরএ/