বই মেলায় আসছে মোহাম্মদ নূরুল হকের ‘প্রেমের পুষ্পাঞ্জলি’
অমর একুশে বইমেলা উপলক্ষে টি-টুয়েন্টি সিরিজের কবিতা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে মোহাম্মদ নূরুল হকের কাব্যগ্রন্থ ‘প্রেমের পুষ্পাঞ্জলি’। লেখক মূলত ভালোবাসার বিভিন্ন দিক নিয়ে লেখালেখি করেন।
বন্ধুমহলে তিনি টি-টুয়েন্টি সিরিজের কবি হিসেবে পরিচিত। ইতিমধ্যেই বইটি লেখনী এবং অপরূপ ছন্দময় কবিতার জন্য অনেক প্রশংসা কুড়িয়েছে।
‘প্রেমের পুষ্পাঞ্জলি’ তার প্রথম কাব্যগ্রন্থ, যার নামকরণ করেন কবি কাজী শাহজাহান। প্রচ্ছদ করেছেন হোসেন মাহমুদ আরিফ এবং প্রকাশিত হচ্ছে মেঘদূত প্রকাশনা থেকে। প্রাপ্তিস্থান: বইমেলা স্টল নম্বর ২৮৪, বাংলা একাডেমি।
মোহাম্মদ নূরুল হক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা সাতুর গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা হিসেবে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক।
এমএইচ/এমএমএ/