'নো বাউন্ডারি-২' প্রদর্শনী শেষ হচ্ছে আগামীকাল
'নো বাউন্ডারি-২' শীর্ষক পাঁচ দিনব্যাপী চিত্রকলা প্রদর্শণী শুরু হয়েছে ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে। গত শনিবার (২৮ জানুয়ারি) শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হচ্ছে আগামীকাল। শুরুর দিন ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন আবুল বারাক আলভী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতের শ্যামল মুখার্জি এবং নেপালের শিল্পী ডি বি রায়। প্রদর্শণীতে বাংলাদেশসহ আটটি দেশের শিল্পীদের ছবি স্থান পেয়েছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন- তরুণ ঘোষ (বাংলাদেশ), সুলতানুল ইসলাম (বাংলাদেশ), নাসরিন বেগম (বাংলাদেশ), জিম ম্যাথিউ (যুক্তরাষ্ট্র), মিনি ভালেরো (যুক্তরাষ্ট্র) আনদ্রিয়া হফম্যান (স্লোভাকিয়া), মোনা কেভি (মালয়েশিয়া), নিকোলাস ইসকিয়েরস্কি (কানাডা), তানজিনা আমিন (কানাডা), ডিবি ইয়ামফু কিরাত (নেপাল), সারোজা খাদদি (নেপাল), সুষমা রাজভান্ডারি (নেপাল), গৌতম দাস ( ভারত), স্বপন কুমার সাহা( ভারত), পিন্টু পাল (ভারত), মনোজ দাস (ভারত), রাজিব দেয়াসি (ভারত), দুত্যিমান ভট্টাচার্য (ভারত), কল্যান মুখোপাধ্যায় (ভারত), অজয় সমীর (ভারত), শুক্লা ভট্টাচার্য (ভারত), জারিয়াহ জাবিন মাইতি (সংযুক্ত আরব আমিরাত)এবং মাহফুজা বিউটি (বাংলাদেশ)।
প্রদর্শনীটিন আয়োজক সংগঠন চিরন্তন আর্ট গ্রুপের তত্ত্বাবধায়ক ও শিল্পী মাহফুজা বিউটি বলেন, 'আমার ইচ্ছে ছিল বিদেশী শিল্পীদের সঙ্গে আমাদের দেশের শিল্পীদের কাজের সম্পর্ক তৈরী হোক। এতে করে আমরা উভয়ে উভয়ের কাজ সম্পর্কে ধারণা নিতে পারবো। সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে শিল্পের প্রকাশ এবং প্রসার ঘটে।
আগামী আরও বড় আকারে প্রদর্শনী আয়োজন করতে চাই। এক্ষেত্রে স্পন্সরদের সহযোগিতা কামনা করছি। কারণ, ভর্তুকি দিয়ে শিল্প বাঁচে না। তাই স্পন্সররা এগিয়ে এলে শিল্পচর্চা আরও বেগবান হবে বলেই আমার বিশ্বাস।' প্রদর্শনীতে নানা বিষয়ের ছবি স্থান পেয়েছে। প্রতিদিন প্রচুর শিল্পপ্রেমী মানুষ ভিড় জমাচ্ছেন এই প্রদর্শনীতে। তাদের মতে, এরকম প্রদর্শনী মাঝে মাঝেই হওয়া উচিত। এতে করে মনের ক্ষুধা মিটে।
এএজেড