মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী
‘বঙ্গবন্ধুর স্বদেশ-প্রত্যাবর্তন : সুবর্ণ-জয়ন্তী’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ‘বঙ্গবন্ধুর স্বদেশ-প্রত্যাবর্তন : সুবর্ণ-জয়ন্তী’ শিরোনামে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে।
আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের লবিতে আয়োজিত এ প্রদর্শনী শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে উদ্বোধন করেন সাবেক কৃষি মন্ত্রী অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী।
বিশেষ এ প্রদর্শনীতে পঞ্চাশ বছর পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সেই মাহেন্দ্রক্ষণ যেন ছবির ক্যানভাসে আবারো সজীব হয়ে উঠেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সামরিক বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুর আটক, আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবর, বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে বিশ্ববাসীর তৎপরতা এবং প্রত্যাবর্তন সম্পর্কিত তথ্যাবলী এ প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে।
এর মধ্যে রয়েছে ১৫টি আলোকচিত্র, ১৮টি ম্যাগাজিন ও পত্রিকার কপি এবং ১টি ডকুমেন্ট।
মাসব্যাপী এ প্রদর্শনী চলবে ১৩ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত। সোম থেকে শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
এপি/