ঢাবিতে শেষ হলো ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৩ দিনব্যাপী ৬ষ্ঠ নন-ফিকশন বইমেলা শেষ হয়েছে। যেখানে অংশ নেয় দেশের ৩৯টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদ চত্বরে বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেলার সমাপ্তি ঘটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল শিক্ষার্থীদের বইয়ের প্রতি আকৃষ্ট করতে: এই মেলা আয়োজন করায় আয়োজকদের আন্তরিক ধন্যবাদ দেন। তথ্য-উপাত্ত ভিত্তিক বিভিন্ন গ্রন্থ আত্মস্থ করে। শিক্ষার্থীদের জ্ঞানের জগৎকে সমৃদ্ধ করতে এবং মনের মধ্যে নতুন নতুন স্বপ্ন সৃষ্টি করতে এই নন-ফিকশন বইমেলার অনেক গুরুত্ব রয়েছে। জ্ঞান আদান-প্রদানের মাঝে প্রাণচাঞ্চল্য রয়েছে উল্লেখ করে ভবিষ্যতে এই মেলা আরও বৃহৎপরিসরে আয়োজন করার জন্য তিনি আয়োজকদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রথমবারের মতো এবছর বর্ষসেরা নন-ফিকশন বই পুরস্কার প্রবর্তন করেছে বইমেলা কর্তৃপক্ষ। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বই থেকে বিচারক প্যানেল ২০২২ সালের সেরা নন-ফিকশন বই নির্বাচিত করেন।
এতে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং প্রথমা প্রকাশনাকে বর্ষসেরা নন-ফিকশন গ্রন্থ প্রকাশক হিসেবে পুরস্কার প্রদান করা হয়।
এমএমএ/