বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে বিশেষ ছাড়ে বই বিক্রি

রাজধানীর বাংলামটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে চলছে বিশেষ ছাড়ে বই বিক্রি। বিশ্বসাহিত্য কেন্দ্র প্রকাশনার বই ৪০% এবং বাংলাদেশের অন্যান্য প্রকাশনার বই ৩৫% ছাড়ে বিক্রি হচ্ছে। বিশেষ ছাড়ে বই বিক্রি আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের দোতলার বইয়ের দোকান প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে। শুক্রবার ছুটির দিনেও খোলা থাকছে বিক্রয় কেন্দ্র।
সরাসরি ছাড়াও কুরিয়ারের মাধ্যমে বই কেনা যাবে। যোগাযোগের ঠিকানা: বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রোড, বাংলামটর, ঢাকা ১০০০। ফোন: ৯৬৬০৮১২, ৫৮৬১১৯৪০, ৫৮৬১২৩৭৪, ০১৮৩৯৯০৬৭৫৪, ০১৭১২৫৪১২৬৩। ই-মেইল: bskprokashona@gmail.com।
মজুদ বইয়ের বইয়ের তালিকা পেতে ক্লিক করুন : http://bskbd.org/bookshop
এপি/
