চ্যানেল আই প্রাঙ্গণে চলছে ‘হুমায়ূন মেলা’

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক ও বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিন (১৩ নভেম্বর)। এ উপলক্ষে প্রতিবছরের মতো এবারও চ্যানেল আই তাদের নিজস্ব প্রাঙ্গণে আয়োজন করেছে ‘হুমায়ূন মেলা’র। মেলা শুরু হয়েছে বেলা ১১টা ৫ মিনিটে।
মেলার উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হবে হুমায়ুন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্রের গান, নাটক-এর গান। প্রবীন শিল্পীদের পরিবেশনের পাশাপাশি গানগুলো পরিবেশন করবেন চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। আরও থাকবে চ্যানেল আই সেরা নাচিয়েদের নাচ। থাকবে কবিতা আবৃত্তি ও স্মৃতিকথা।
এ ছাড়া ১৩ নভেম্বর সকাল ৭টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হয় গান দিয়ে শুরু, তৃতীয় মাত্রার বিশেষ পর্ব, বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র চন্দ্রকথা এবং রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘হাবলঙ্গের বাজারে’।
এএম/এসএন
