প্রকাশিত হচ্ছে উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’, অটোগ্রাফসহ প্রি-অর্ডার শুরু
ছবি: সংগ্রহ
বাংলা সাহিত্যের বিরল ও বিস্ময়কর প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। তার গোটা জীবন যেন এক মহাকাব্যিক আখ্যান। ‘বিদ্রোহী কবি’ তকমার বাইরেও তিনি আপাদমস্তক প্রেমিক কবি। তার প্রেম রূপকথার গল্পকেও হার মানায়। জাতীয় কবির সেই অজানা প্রেমপর্ব নিয়ে বৃহৎ কলেবরে উপন্যাস লিখেছেন জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামাল। উপন্যাসটির নাম ‘দেবো খোঁপায় তারার ফুল’।
শিগগির প্রকাশিত হচ্ছে উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’। উপন্যাসটি প্রকাশ করছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। পাঠকের জন্য সুখবর, আজ শনিবার (৮ জানুয়ারি) থেকে শুরু হলো উপন্যাসটির প্রি-অর্ডার। রকমারি ডটকম থেকে ২৫ শতাংশ ডিসকাউন্টে উপন্যাসটি কেনা যাবে। উপন্যাসটির দাম ৮০০ টাকা, তবে প্রি-অর্ডারে কেনা যাবে ৬০০ টাকায়। প্রি-অর্ডার যারা করবেন, তাদের মধ্যে প্রথম ৩০০জন লেখকের অটোগ্রাফসহ বই পাবেন। আগ্রহী পাঠকেরা ঘরে বসে উপন্যাসটি পেতে ফোন করুন ১৬২৯৭ নম্বরে। অথবা, সরাসরি নিচের লিংক ক্লিক করুন।
প্রি-অর্ডারের জন্য ক্লিক করুন।
জানা যায়, কথাসাহিত্যিক মোস্তফা কামালের উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’ বাংলাদেশ ও ভারত থেকে প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ থেকে প্রকাশ করছে অন্যপ্রকাশ, ভারত থেকে প্রকাশ করছে পত্রভারতী।
প্রেমিক নজরুলের জীবনে প্রেম এসেছে বারবার। নানা দুর্ঘটনা-দুর্বিপাকে বিপর্যস্ত হয়েছেন কবি। ফিরতে চেয়েছেন প্রেমে। কিন্তু অপ্রেম যেন তাঁর ললাটলিখন! কুমিল্লার দৌলতপুরের রূপবতী কিশোরী কন্যা সৈয়দা খাতুন। বিমুগ্ধ কবি ভালোবেসে তার নাম দেন নার্গিস।
একদিন ঝড়ের রাতে কবির আশ্রয় হয় কান্দিরপাড়ের সেনবাড়িতে। জ্বরগ্রস্ত কবিকে সেবা দিয়ে সুস্থ করে তোলেন কিশোরী আশালতা সেনগুপ্ত ওরফে দুলি। আবেগের জোয়ারে ভাসলেন কবি। গভীর এক সম্পর্কে জড়ালেন কবি। ভালোবেসে দুলির নাম দিলেন প্রমীলা।
হঠাৎই দৃশ্যপটে ফজিলাতুন্নেসা। ছন্দপতন ঘটল আবার। প্রেমে বেসামাল কবি ছুটে গেলেন তার কাছে। কিন্তু বিদুষী নারীর মন পাওয়া কি অত সোজা!
নজরুলের অমর প্রেমকাহিনি জাদুবিস্তারী ভাষায় লিখেছেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল। আমাদের জানা-অজানা ঘটনাগুলোর শৈল্পিক উপস্থাপন তার এই বৃহৎ কলেবরের নতুন উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’।
নতুন উপন্যাস নিয়ে উচ্ছ্বসিত কথাসাহিত্যিক মোস্তফা কামাল। উপন্যাস লেখার প্রেক্ষাপট সম্পর্কে তিনি বলেন, ‘আমার সবচেয়ে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় কবিকে নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছা ছিল বহুদিনের। তার জীবনী এবং সৃষ্টিকর্ম নিয়ে অসংখ্য গবেষণামূলক বই প্রকাশিত হয়েছে। রচিত হয়েছে তার জীবনীভিত্তিক গল্প-উপন্যাসও। নজরুল-বিষয়ক অধিকাংশ বই পড়ার পর মনে হয়েছে, কবির জীবনের গুরুত্বপূর্ণ অংশ ‘প্রেম’, যা রূপকথার গল্পকেও যেন হার মানায়। এ বিষয়ে মানসম্পন্ন বই তেমন নেই। যার ফলে আমার উপন্যাসে প্রেমিক নজরুলকেই তুলে আনতে চেয়েছি, লিখেছি তার জীবনের জানা-অজানা প্রেমেরই রোমাঞ্চকর গল্প।’