‘মুক্তির মিছিলে লড়াইয়ের গান’
‘শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ প্রতিপাদ্যে স্বাধীনতা, গণতন্ত্র ও মেহনতী মানুষের অধিকার আদায়ের গণ-সাংস্কৃতিক সংগঠন ‘উদীচী শিল্পীগোষ্ঠী’ প্রতিষ্ঠার ৫৪ তমবার্ষিকী পালিত হয়েছে।
সত্যেন সেনের মাধ্যমে, রনেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সারদের শ্রমে গড়ে উঠেছে বাংলাদেশের প্রধান সাংস্কৃতিক সংগঠনটি ১৯৬৮ সালে স্বাধীনতা আনতে।
নানা আয়োজনের মধ্য দিয়ে ২৯ অক্টোবর ৫৪ বছর উদযাপন করেছে উদীচী শিল্পীগোষ্ঠীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সংস্কৃতসেবী ড. সুব্রত মজুমদার।
উদ্বোধক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলালচন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও উদীচীর পতাকা উত্তোলন করা হয়েছে। এরপর উদিচীর নিজস্ব আয়োজন।
শোভাযাত্রা করেছেন উদিচীর সদস্যরা।
উদ্বোধক অধ্যাপক ড. দুলালচন্দ্র বিশ্বাস আলোচনা অনুষ্ঠানে বলেছেন, ‘আমাদের উদীচী অন্ধকারকে দূর করে। তার লক্ষ্য সাংস্কৃতিক সমতা ও পুর্ণজাগরণ। এই লক্ষ্যে ক্রমাগত এগিয়ে যাবে বাংলাদেশের প্রধান গণ-সাংস্কৃতিক সংগঠনটি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরও বলেছেন, ‘উদিচী যে লক্ষ্যগুলো নিয়ে জন্ম নিয়েছিল-শোষণ-বঞ্চনার প্রতিবাদ, সাম্প্রদায়িকতা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করার কাজগুলোই সদস্য, সংগঠক ও শিল্পীরা তাদের সাংস্কৃতিক কর্মকান্ডগুলোর মধ্য দিয়ে করে আসছেন বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।’
উপস্থাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক ইসরাত জাহান নিতু।
উদিচী ৫৪ বছরের প্রথম দিনের আয়োজনে সাংস্কৃতিক আড্ডা, পত্র প্রদর্শনী, গানের প্রযাজনা, কবিতা আবৃত্তি, নাটক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানও ছিল।
লেখা ও ছবি : মাহমুদুল হাসান।
ওএফএস।