নজরুল চর্চায় বিশেষ অবদান রাখায় পুরস্কার পেলেন কথাসাহিত্যিক মোস্তফা কামাল
ছবি: ঢাকাপ্রকাশ
১৯২১ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহের কোনো এক রাতে এক বৈঠকে রচিত হয়েছিল বাংলা সাহিত্যের বিপুল প্রভাববিস্তারী কবিতা ‘বিদ্রোহী’। কাজী নজরুল ইসলাম তখন মাত্র ২২ বছরের যুবক। এ বছর নজরুলের বাংলা কাঁপানো কবিতা ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষ হয়েছে। সেই কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষ উদযাপন করল বাংলাদেশের প্রাচীনতম নজরুল সৃষ্টিকর্মের চর্চা ও গবেষণা প্রতিষ্ঠান নজরুল একাডেমী। এ উপলক্ষে নজরুল গবেষণা এবং চর্চায় বিশেষ অবদান রাখায় ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক কথাসাহিত্যিক মোস্তফা কামালকে পুরস্কৃত ও সম্মানিত করে প্রতিষ্ঠানটি।
নজরুল একাডেমী এবং এনআরবি নিউজ টোয়েন্টি ফোর ডটকম যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ বৃহষ্পতিবার (৬ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১১টায় জাতীয় কবির সমাধিসৌধে পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ, মোনাজাত, বিদ্রোহী কবিতার আংশিক পাঠ ও র্যালি অনুষ্ঠিত হয়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। তারপর বিকালে রাজধানীর মগবাজারের একাডেমী কার্যালয়ে আলোচনা, পদক-সম্মাননা প্রদান ও আবৃত্তি-সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নজরুল চর্চা ও গবেষণায় অবদান রাখায় কথাসাহিত্যিক মোস্তফা কামালকে পুস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও নজরুল একাডেমীর জীবন সদস্য মসয়ূদ মান্নান এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক মিন্টু রহমান। আলোচনা করেন ম. মীজানুর রহমান, আবদুল মুকীত চৌধুরী প্রমুখ। সভাপতির বক্তব্য রাখেন নজরুল একাডেমীর সহ-সভাপতি মো. আবদুল হান্নান। দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সদ্য বিদায়ী উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভ্যাটারন্সের সভাপতি গোলাম মোস্তফা খান মিরাজ, এনআরবি নিউজ টোয়েন্টিফর ডটকম-এর সম্পাদক ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠানে মোস্তফা কামাল বলেন, ‘কাজী নজরুল ইসলামকে শুধু বিদ্রোহী কবি হিসেবে অবহিত করা ঠিক নয়। তিনি একাধারে প্রেম, সাম্য ও জাগরণের কবি। সত্যিকারের অসাম্প্রায়িক চেতনার কবি। নজরুল তার বিভিন্ন সৃষ্টিকর্মে ঘুরেফিরে অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছেন। সব ধরনের পরাধীনতার শৃঙ্খল ভেঙে মানুষের জাগরণের কথা বলেছেন। এজন্যই তার রচনা শতবর্ষ কেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, ততদিন তার সৃষ্টিকর্ম আমাদের অনুপ্রাণিত করবে।’ এ সময় মোস্তফা কামাল ইতিহাস থেকে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন।
উল্লেখ্য, শিগগিরই প্রকাশিত হচ্ছে নজরুলের প্রেম ও জীবন নিয়ে লেখা কথাসাহিত্যিক মোস্তফা কামালের উপন্যাস ‘দেবো খোঁপায় তারার ফুল’। উপন্যাসটি প্রকাশ করছে অন্যপ্রকাশ।
অনুষ্ঠানে বিগত দেড় বছর ধরে এনআরবি নিউজে ‘শতবর্ষে বিদ্রোহী’ অনুষ্ঠানের কিছু অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি শিশু-কিশোরদের নজরুল বিষয়ক প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়াও নজরুল বিষয়ক কিছু গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।