রূপসী বাংলার কবির বিশ্ববিদ্যালয় তার মৃত্যুদিনে
রবীন্দ্রনাথ ও নজরুলের পর বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ‘অপার জীবনানন্দ’ নামের আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে।
২২ অক্টোবর বরিশালের কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ‘জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন’-এ অনুষ্ঠানটির আয়োজন করেছে তার ক্যাম্পাসের ‘জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার’। সহযোগিতা করেছে ঢাকার ‘জীবনানন্দ আলয়’ নামের সংগঠন।
প্রধান বক্তা ও আবৃত্তিকার ছিলেন উপাচার্য অধ্যাপক ড.মো: ছাদেকুল আরেফিন।
স্বাগত বক্তব্য দিয়েছেন ‘বরিশাল ইউনির্ভাসিটি জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টার’র পরিচালক অধ্যাপক ড. মো. মুহসীন উদ্দীন।
শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও আবৃত্তিকার অধ্যাপক মো: ইমানুল হাকিম।
সঞ্চালনা করেছেন জীবনানন্দ আলয়ের সমন্বয়ক আমীন-আল-রশিদ।
এই আয়োজনে দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পীরা অংশগ্রহণ করেছেন।
আবৃত্তি পরিবেশন করেছেন-বরেণ্য আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, জেসমিন বন্যা, মনোয়ার মাহমুদ জুয়েল, রূপশ্রী চক্রবর্তী, শহিদুল ইসলাম পাপ্পু, কাজী বুশরা আহমেদ তিথি, নীলা হাসান, রেজওয়ানুল কবির সুমন ও সৈয়দ ফয়সাল আহমেদ।
লেখা ও ছবি : সায়ন্তনী রাখী।
ওএফএস।