বাংলায়ন সভা’র নতুন কমিটি

এক বছরের জন্য ‘বাংলায়ন সভা’র পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে।
মুখপাত্র লেখক ফয়সাল আহমেদ, সম্পাদক কবি জব্বার আল নাঈম, সমন্বয়ক কবি খালেদ চৌধুরী।
নির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করা হয়েছে কবি সৌম্য সালেক ও কবি চামেলী বসুকে।
সংগঠনের বিদায়ী কমিটির মুখপাত্র কথাশিল্পী শামস সাঈদ, সম্পাদক কবি ফারুক সুমন ও সমন্বয়ক লেখক গাজী মুনছুর আজিজ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেছেন।
১৪ অক্টোবর বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার লাইব্রেরি কক্ষে সংগঠনের সদস্যদের উপস্থিতিতে বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।
এছাড়া সভায় নতুন সদস্য হিসেবে রাহিতুল ইসলাম, মোহাম্মদ আকবর, আবেদীন কিশান, শ্রাবণী প্রামানিক, সাইফ বরকতুল্লাহ ও আজিম হিয়াকে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য, ভাষা-আন্দোলন ও ২১ ফেব্রুয়ারির চেতনা ধারণ করে ২১ জন কবি-লেখকের সংগঠন ‘বাংলায়ন সভা’। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। ‘বাংলা বিশ্বময়’ শ্লোগান ধারণ করে বাংলা ভাষা ও সাহিত্যের সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে এ সংগঠন। এরই অংশ হিসেবে ভাষা ও শিল্প- সাহিত্যের নানা বিষয় নিয়ে নিয়মিত ‘শিল্প-সাহিত্যের বৈঠক’ আয়োজন করেন তারা।
এর মধ্যে চারটি সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘বাংলায়ন বার্ষিকী’, সেখানে দেশবরেণ্য লেখকদের রচনা পত্রস্থ হয়েছে।
‘বাংলায়ন সভা’ আগামীতে ভাষা ও সাহিত্যের বিভিন্ন অভিনব বিষয় নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করবে বলে আশাবাদী সংগঠনের নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটি।
লেখা ও ছবি : গাজী মুনছুর আজিজ।
ওএফএস।
