কথাসাহিত্যে ‘পদক্ষেপ বাংলাদেশ পুরস্কার’ পেলেন মোস্তফা কামাল

'পদক্ষেপ বাংলাদেশ পুরস্কার-২০২১’ পেলেন কথাসাহিত্যিক এবং ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল।
পদক্ষেপ বাংলাদেশ-এর একুশ বছর পূর্তি উৎসব উপলক্ষে শুক্রবার (১৪ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে মোস্তফা কামালের হাতে এই পুরস্কার ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
তিনি ছাড়াও আরও ১৭ জনকে পুরস্কৃত করেছে পদক্ষেপ বাংলাদেশ। বিভিন্ন ক্যাটাগরিতে ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য তাদেরকে পদক্ষেপ বাংলাদেশ পুরস্কার প্রদান করা হয়।
কথাসাহিত্যিক মোস্তফা কামালের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আতাউর রহমান।
অনুষ্ঠানে ‘পদক্ষেপ আজীবন সম্মাননা-২০২১’ গ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু আদর্শ ফোরামের সভাপতি আতাউর রহমান।
পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসাসহ সম্মাননা গ্রহণকারীরা অতিথিরা উপস্থিত ছিলেন।
কেএম/এনএইচবি/এসজি/এএস
