উদীচীর জাতীয় সম্মেলন ২ জুন শুরু
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২২তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে ২ জুন। রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে এ সম্মেলন তিন দিনব্যাপী এ সস্মেলন চলবে ৪ জুন পর্যন্ত। সম্মেলন উদ্বোধন করবেন মুন্সীগঞ্জের আলোচিত বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল।
মঙ্গলবার (৩১ মে) রাজধানীর তোপখানা রোডের উদীচী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে কেন হৃদয় মণ্ডলকে আমন্ত্রণ করা হয়েছে তার কারণও ব্যাখ্যা করা হয়। বলা হয়, হৃদয় মণ্ডল কোনও ব্যক্তি নন। তাকে আমরা প্রতীক হিসেবে দেখি। তিনি ধর্মান্ধতার বিরুদ্ধে বিজ্ঞান মনস্কতা, উগ্রতার বিরুদ্ধে মননশীলতার প্রতীক। নির্যাতিত এই বিজ্ঞান শিক্ষককে আমরা সম্মেলন উদ্বোধন করার জন্য আমন্ত্রণ করেছি। তিনি আসবেন, আমাদের উজ্জীবিত করবেন।
অতিথি হিসেবে অংশ নিবেন নাট্যজন মামুনুর রশীদ, সাহিত্যিক ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, জনপ্রিয় লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
‘শ্রেণিভেদ ভাঙি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’— শীর্ষক স্লোগানে বসবে উদীচীর ২২তম সম্মেলন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সম্মেলনে দেশ ও বিদেশের শাখা মিলে ১২শ’ জনের মতো প্রতিনিধি অংশ নেবেন। বন্ধুপ্রতিম সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জ্ঞাপন করবেন।
এবারের সম্মেলনে বিশেষ সম্মাননা প্রদান করা হবে উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে।
এপি/