কুষ্টিয়ায় মঞ্চস্থ হলো ‘জুতা আবিষ্কার’ নাটক
কুষ্টিয়ার কুমারখালীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে মঞ্চস্থ হলো নাটক জুতা আবিষ্কার। বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৮টায় কুষ্টিয়ার কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কুমারখালী শিল্পকলা একাডেমির আয়োজনে এ নাটক মঞ্চস্থ করা হয়।
কামরুজ্জামান আইয়ুবের নির্দেশনায় এই নাটক পরিবেশন করেন কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে জুতা আবিষ্কার নাটকটির নাট্যরূপ দিয়েছেন বিশিষ্ট নাট্যকার হাসান শাহরিয়ার।
দীর্ঘদিন পর এই মঞ্চ নাটক মঞ্চস্থ হওয়ার খবরে ‘জুতা আবিষ্কার’ নাটকটি দেখতে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জড়ো হয়েছিলেন উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী চার শতাধিক মানুষ। এ সময় তারা নাটকটি দেখে আনন্দ প্রকাশ করেন। সেইসঙ্গে আয়োজকদের প্রতি নিয়মিত মঞ্চ নাটক প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের দাবি করেন তারা।
নাটকটির মঞ্চায়ন উপভোগ করেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
নাটক প্রদর্শন শেষে সমাপনী বক্তব্য রাখেন- কুমারখালী নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল ও কুষ্টিয়া জেলা শিল্পকলার সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব আমিরুল ইসলাম।
এ নাটক সম্পর্কে নাটকের নির্দেশক ও কুমারখালী শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুব বলেন, জুতা আবিষ্কার নাটকটি সেই সময়ের রাজনৈতি ব্যক্তি ও সরকারি প্রশাসনের ত্রুটি, বিচ্যুতি ও অসঙ্গতি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জুতা আবিষ্কার কবিতা লিখেছিলেন। তার নাট্যরূপ দিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে নিয়ে এসেছেন নাট্যকার হাসান শাহারিয়ার। আমরা চাই নাটকের মাধ্যমে সমাজ থেকে এসব অনাসৃষ্টি দূর হোক।
তিনি আরও বলেন, দেশে সাংস্কৃতির চর্চা এখন কমে গেছে। এর ফলে এই প্রজন্মের সন্তানরা বিপথে চলে যাচ্ছে। সাংস্কৃতিক চর্চার জায়গা সংকুচিত হওয়ার সুযোগে অনেকেই বিভিন্ন ভুল তথ্য ফতোয়া দিয়ে অনেক ছেলে-মেয়েকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। সাংস্কৃতিক চর্চার দ্বার আরও বেশি উন্মুচিত হলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক অনেকাংশে কমে যাবে। আমরা কুমারখালী শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সাংস্কৃতি চর্চার মাধ্যমে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়তে কাজ করে যাচ্ছি।
এসআইএইচ