জাতীয় নাট্যশালায় জুন মাসে হল বরাদ্দ পেল যেসব দল
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আগামী জুন মাসের তিনটি হল বরাদ্দের তালিকা প্রকাশ করা হয়েছে। বরাদ্দ পাওয়া নাট্যদলগুলোর আবেদন এবং একাডেমির জাতীয় নাট্যশালার দুটি হল বরাদ্দ কমিটির আগামী জুন মাসের হল বরাদ্দের সুপারিশ প্রদানের জন্য গত ১২ মে তারিখ সভা অনুষ্ঠিত হয়। সভায় হল বরাদ্দের প্রাথমিক তালিকা প্রণয়ন করা হয়।
তালিকা অনুসারে একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ১৯ দিন বরাদ্দ পেয়েছে বিভিন্ন দল। এতে ১৫টি দল বিভিন্ন নাটক প্রদর্শন/অনুষ্ঠান করবে। আর একদিন বরাদ্দ রাখা হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাটক ‘হ্যামলেট’ প্রদর্শনীর জন্য।
জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বিভিন্ন দলের জন্য ২৬ দিন প্রাথমিক বরাদ্দ রাখা হয়েছে। এ সময় বিভিন্ন নাটকের প্রদর্শনী/অনুষ্ঠান করবে দলগুলো।
স্টুডিও থিয়েটার হল ৯ দিন বরাদ্দ দেওয়া হয়েছে বিভিন্ন দলকে। এ সময় বিভিন্ন দল বিভিন্ন নাটকের প্রদর্শনী/অনুষ্ঠান করবে এই হলে।
দেখুন : জুন মাসে মূল থিয়েটার হলে যে সব অনুষ্ঠান
দেখুন : জুন মাসে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে যে সব অনুষ্ঠান
দেখুন : জুন মাসে স্টুডিও থিয়েটার হলে যে সব অনুষ্ঠান
এমএ/এমএমএ/