আদিবাসী চিত্রশিল্পীদের ‘পাহাড়ের চিত্রবুনন' প্রদর্শনী শুরু
আদিবাসী চিত্রশিল্পীদের আঁকা চিত্রকর্ম নিয়ে রাজধানীর প্রগতি সরণীর অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে নিজস্ব গ্যালারিতে শুরু হয়েছে`পাহাড়ের চিত্রবুনন' (Weaving Art of The Hills) শীর্ষক চিত্রকলা প্রদর্শনী।
মোট ৪৪ জন শিল্পীর ৬৫ টি শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। কাগজে জলরং এর পাশাপাশি ক্যানভাসে অ্যাক্রেলিক এর কাজ রয়েছে । রাঙ্গামাটির মনোমুগ্ধকর নিসর্গ, জীবন-যাপন, পরিবেশকে শিল্পীরা তাদের চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
এথনিক আর্টিস্ট ফোরাম উদ্যোগে রাঙামাটিতে অনুষ্ঠিত একটি আর্ট ক্যাম্পে করা চিত্রকলা দিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ক্যাম্পটি ২০১৯ সালে জুলাই মাসে অনুষ্ঠিত হয়।
শনিবার (২১শে মে) বিকালে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী, প্রাচ্যকলার বরেণ্য শিল্পী অধ্যাপক মুস্তাফা মনয়ার, তুর্কি রাষ্ট্রদূত মুস্তাফা অসমান তুরান ও বার্জার বাংলাদেশ- এর ব্যবস্থাপনা পরিচালক রুপালি চৌধুরী। সভাপতিত্ব করেন অবিন্তা গ্যালারি অব ফাইন আর্টসের চেয়ারপার্সন নীলু রওশন মুর্শেদ।
প্রদর্শনী চলবে ৪ জুন পর্যন্ত।
এপি/