হাসান আরিফের নাগরিক স্মরণসভা শনিবার
প্রয়াত সাধারণ সম্পাদক ও দেশবরেণ্য আবৃত্তিশিল্পী হাসান আরিফ স্মরণে নাগরিক স্মরণসভার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। ‘হাসান আরিফ শিল্পের ভুবনে সৃজনের অনিঃশেষ ফল্পুধারা’ শীর্ষক এ অনুষ্ঠান শনিবার (২১ মে) বিকাল ৪টায় কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত হবে।
স্মরণসভায় দেশের শিল্প-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতি অঙ্গনের বিশিষ্টজনরা এ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। তিনি বলেন, সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠার পর থেকে যে কোনো সাংস্কৃতিক আয়োজন কিংবা প্রতিবাদী কর্মসূচির পরিকল্পনায় প্রধানতম ভূমিকা রাখতেন হাসান আরিফ। আমরা তাকে অকালে হারিয়েছি। আমরা আমাদের এই ভালোবাসার মানুষকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য একটি স্মরণীয় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করি সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠবে।
হাসান আরিফ স্মরণ অনুষ্ঠানের মঞ্চসজ্জার ডিজাইন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন গোলাম কুদ্দুছ।
হাসান আরিফ করোনা আক্রান্ত হয়ে প্রায় চার মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১ এপ্রিল দেহত্যাগ করেন। শিল্প-সংস্কৃতির জন্য নিবেদিতপ্রাণ এই মানুষটি চিকিৎসাবিজ্ঞানের সহায়তার জন্য মরণোত্তর দেহদান করে গেছেন।
এপি/